আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারক নারী



প্রতারক নারী ___মূল : হিলডা ইসমাইল ___অনুবাদ : ফয়সাল বিন খালেদ জানালার ডান কপাটে লিখেছিলাম, হাইতোলা সুরমার রেখা টেনে : 'আমার ঘুম পায় নি কিংবা আমার শব্দগুলো হয়ে যাই নি কোনো মাতৃভূমি ' একটা প্রজাপতি... ঘন দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমার আঙ্গুলগুলোর দিকে ঘোরলাগা কন্ঠে বলে : 'কবে হব আমি তোমার মত নারী ?' সমুদ্র.. আমাকে টানে না, কারণ তা নীল, এবং কারণ আমি আমার প্যান্টের মত নীল কয়েকটি কামড় এঁকে দেই, রাতের রোমশ বুকের উপর। সিগারেট... আমি সিগারেট পছন্দ করি না, ধূম পানের অভ্যাস নেই, তামাকের স্মৃতিটা ঝাপিয়ে পড়লে শুধু ফুকে যাই এক তোড়া গোলাপ। দাদীজান তার হৃদয় দিয়ে চুল আচড়ে দেন আমার কবিতার আমাকে শোনান, 'চতুর কষ্টের' কবিতা কেননা আমি নিজেকে ছাড়া কারো সাথে শেয়ার করি না, দু:খ তাই আমাকে খুব নি:সঙ্গ করে দেয় স্বপ্নের কফিনের উপর, খোদাই করে একটা কৌতুক এঁকে দেই আমার প্রত্যাশাগুলোর চোখ ফুড়ে দেই তারপর.. মুখ উপচে হাসতে থাকি খুব। বাতাসেরও কোনো মায়া-দয়া নেই ছুটে এসে আমকে চাবকায় খুব ক্ষতগুলো ফুলে ফুলে ওঠে নিশ্চুপ হতে থাকে ক্রমশ। বিদ্যুৎ চমক... বার বার ছবি নেয় আমার আর অবিরাম বদলে যেতে থাকে আমার অশ্রুরা নতুন অশ্রু আসে, বিদ্যুৎ চমক কেবলই ছবি তুলে যায়.. আমার দু:খগুলোর পর্ণ ছবি। ঘৃণা ধরে গেছে এই দেহটার প্রতি এই দেহটাই তাদের সব সূচনার সূত্রপাত এবং আমার সমাপ্তির কারণ। ২৫ টা বছর... কাটিয়ে দিয়েছি একই আসনে বসে একই ইঞ্জিনের উপর, আমাকে কেবলি নিয়ে গেছে পিছনের দিকে। বাবা ... আমার নার্গিসি ঘড়িটার কথা মনে আছে ? চোর কালটা তা চুরি করে নিয়ে গেছে আমার বা' হাতে কামড়ে দাও তোমার দাঁতে এঁকে দাও দুটি বিচ্ছুর উলকি সময় যা মুছে দিতে পারবে না কোনো দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।