আমাদের কথা খুঁজে নিন

   

আগামী জানুয়ারীর ৯ তারিখে

এলেমেলো কথাবার্তা tutul@amrabondhu.com

প্রতি রাতে ছেলেগুলোকে নদীর পারে লাইন ধরে দাড় করানো হয়। রাইফেলে ট্রিগার টিপে বীভৎস উল্লাসে টার্গেট প্র্যাকটিস। করুন আর্তনাদে ভারি হয় আকাশ বাতাস। লাশগুলো ভেসে যায় নদীতে। কোন চিহ্নই আর অবশিষ্ট থাকেনা।

বাংলা হারায় তার সুর্যসন্তানদের। কোন কোন সময় হায়নাগুলো বন্দুকের গুলিও খরচ করত না... রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পৈশাচিক উল্লাসে নির্মম ভাবে হত্যাযজ্ঞে মেতে উঠত। রাজাকার ক্যাম্পের চিত্রতো আরো ভয়াবহ। গ্রামের যুবক ছেলেদের মুক্তিযোদ্ধাদের না পেলে তাদের বাবাকে ধরে এনে বর্বর ভাবে মাটিতে শুইয়ে গলায় ছুড়ি চালাত। ১৯৭১ সালে ভালুকা থানা সংলগ্ন আর্মি ক্যাম্পের ঘটনা এটা।

প্রায় পুরোটাই বছর জুড়েই চলে এই বীভৎস নাড়কীয়তা। পাক হানাদার বাহিনীর নির্মমতার একটি খণ্ড চিত্র এটা। কয়েক দিন আগে মামার মুখে শোনা এই কথাগুলো। সেই সময়ে এদেশের সকল মানুষের কাছে এমন দৃশ্য হরহামেশাই প্রত্যক্ষ করেছেন। আমরা সেইসব অসভ্য র্ববর দেশীয় জানোয়ারদের বিচার চাই।

এখন সময় এসেছে যুথবদ্ধ হওয়ার। বন্ধুরা... আসুন আমরা যার যার অবস্থান থেকে সর্বশক্তি দিয়ে এই সব বর্বরতার বিরুদ্ধে একত্রিত হই। কণ্ঠমেলাই... বাংলার মাটিতে যুদ্ধাপরাধীর ঠাই নাই... যুদ্ধাপরাধের বিচার আমরা করবোই। একাত্তরে মা-বোনদের সম্ভ্রম নষ্টকারী, হত্যাকারী সেইসব ঘৃণিত যুদ্ধাপরাধীদের বিচার চাই আমরা কি করতে চাই তা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন। ব্লগার জামাল ভাস্কর -এর পোস্ট : আসুন যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন গড়ে তুলতে একসাথে মিলিত হই ব্লগার কৌশিক -এর পোস্ট : যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আয়োজিত ব্লগার সমাবেশে উত্থাপিত প্রস্তাব ও কর্মপন্থা ব্লগার আইরিন সুলতানা-এর পোস্ট : গর্জে ওঠো তুমি স্বাধীনতা ...(যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর ফর্ম) ব্লগার জামাল ভাস্কর -এর পোস্ট : পূরণ করা গণস্বাক্ষর ফর্ম পাঠানের ঠিকানা বদল: ব্যাক্তিগত ব্যস্ততাহেতু ব্লগে অনুপস্থিত থাকায় আপনাদের মিছিল থেকে পিছিয়ে পরেছিলাম।

ফিরে আসছি আপানাদের কাতারে... আপনাদের কাছে। বন্ধুরা ... সংযুক্ত লিংকে এটাচকরা ফর্মগুলোর যে কোন একটা ডাউনলোড করো ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিন। আপনার সংগ্রহীত একটা স্বাক্ষর যুদ্ধাপরধীদের বিচারে কিছুটা হলেও ভূমিকা রাখবে আশা করছি... মিডিয়া ফায়ার থেকে : http://www.mediafire.com/?dunzmz5nyzm অথবা ইস্নিপস থেকে : http://www.esnips.com/doc/a5ba3cd7-26ab-48b4-a99a-36ce4097241d/JBC_Form_PDF অথবা জে.পি.জি ফরম্যাট এর জন্য : Click This Link ফর্ম পাঠানোর ঠিকানা: কিংবদন্তী, শোরুম নং ১২৭, দোতালা, আজিজ সুপার মার্কেট-১০০০ এই ঠিকানা ব্যবহারের জন্য সহব্লগার রাহা ভাইয়ের সম্মাতি পাওয়া গেছে। স্বাক্ষরকৃত ফর্ম আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে উপরের ঠিকানায় পৌছাইতে হইবো। এই লক্ষ্যে যারা দূরবর্তী এলাকা থেকে পাঠাবেন তাদের অবশ্যই পোস্টাল সার্ভিসের সময়সীমা মাথায় রাখতে হবে।

========================================== আগামী জানুয়ারী ০৯, ২০০৯ইং তারিখে শুক্রবার সকাল ১০টা থেকে বানিজ্য মেলা গেটে সমবেত ভাবে স্বাক্ষর সংগ্রহ শুরু হবে। যারা সেখানে দাড়াতে ইচ্ছুক/অংশগ্রহণ করতে ইচ্ছুক... দয়া করে এখানে জানান অথবা সরাসরি চলে আসুন মেলার গেটে। আমরা মিলিত হলে সেই মিলিত শক্তি যতো বড় হয় সেটা ততো বেশী কার্য্যকর হবে। ==========================================

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।