আমাদের কথা খুঁজে নিন

   

মালয়শিয়ায় ধূমপান বিরোধী কঠোর আইন



মালয়শিয়ায় ধূমপানের উপর কঠোর বিধি নিষেধ আরোপিত হচ্ছে। সরকারী উদ্যোগে সিগারেট উৎপাদনকারীদের বলে দেয়া হয়েছে যে, তাদের উৎপাদিত সিগারেটের প্যাকেটের গায়ে বাধ্যতামূলকভাবে সর্তকতামূলক ছবি এবং বক্তব্য মুদ্রন করতে হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে এই নির্দেশ গেজেট আকারে প্রকাশিত হবে এবং কেউ নির্দেশ অমান্য করলে তার ১০ হাজার রিংগিট অর্থদণ্ড এবং নির্ধারিত ২ বছর মেয়াদে কারাদণ্ড হবে। এই সাজা পৃথক পৃথকভাবে কিংবা দুটোই এক সঙ্গে হতে পারে। মালয়শিয়ার স্বাস্থ্যমন্ত্রী লিওউ টি ও লাই এ ব্যাপারে মনত্মব্য করতে গিয়ে বলেন গত কয়েক বছরে ধূমপানের বিরুদ্ধে হালকা প্রচার প্রচারনা চালিয়ে খুব ভাল ফল পাওয়া যায়নি।

জারিপ চালিয়ে দেখা গেছে এই সময়ের মধ্যে শতকরা মাত্র দুজন ধূমপান বর্জন করেছে। পানত্মরে এখনই কঠোর ব্যবস্থা আরোপ করা না হলে ধূমপায়ীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। যে কারনে ধূমপান নিরুৎসাহিত করার জন্য কঠোর উদ্যোগ নিতে সরকার বাধ্য হঢেছে বলে তিনি জানান। নতুন নির্দেশের আওতায় উৎপাদিত সিগারেটের প্যাকেটের গায়ে ধূমপান থেকে সৃষ্ট দুরারোগ্য ক্যান্সারসহ ৬টি জটিল রোগের সচিত্র বর্ননা থাকতে হবে। উপরন্তু কোন সিগারেটের ভেতরে থাকা ৪ হাজার ধরনের বিষাক্ত বর্জ্যের ব্যাপারে সচেতন করে তোলা হবে যাতে তারা সিগারেট পানে ভীত ও নিরুৎসাহিত হয়।

এছাড়াও নতুন কঠোর আইনের আওতায় ধূমপায়ীরা কোন শপিং কমপ্লেঙ্ েএবং হোটেল রেসত্মোবায় ধূমপান করতে পারবেনা। এ জাতীয় নিষিদ্ধ স্থানে কেউ ধূমপান করলে তার কারাদণ্ড হবে দুই বছর। অথবা তাকে দিতে হবে ১০ হাজার রিংগিট।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।