আমাদের কথা খুঁজে নিন

   

মালয়শিয়ায় আটকদের আনতে ব্যবস্থা হচ্ছে: মন্ত্রী

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বড় ধরনের অভিযানের শুরুতে প্রায় চারশ’ বাংলাদেশিকে আটকের পর মন্ত্রী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
মালয়শিয়ায় প্রায় ২ লাখ ৬৮ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছে বলে মন্ত্রী জানান।
“তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে বৈধ হওয়ার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তারা আমাদের কথামতো মালয়শিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসে নিবন্ধন কিংবা পাসপোর্ট নবায়ন করেননি। ”
বর্তমানে ৫ লাখ বাংলাদেশি অভিবাসী মালয়শিয়াতে বিভিন্ন পেশায় কর্মরত।

নতুন করে আরো কর্মী যাচ্ছে দেশটিতে। তার মধ্যেই অবৈধদের ধরনের ধরতে বড় ধরনের অভিযান শুরু করেছে দেশটি।  
খোন্দকার মোশাররফ বলেন, “সম্প্রতি মালয়শিয়া সফরের সময় সেদেশের সরকারকে অনুরোধ করেছি, যেন আমাদের কোনো লোক আটক হলে তাদেরকে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর জন্য ১৫ দিন সময় দেয়া হয়। ”
আটকদের যেন কোনো সাজা না দেয়া হয়, সেজন্য মালয়শিয়া সরকারকে অনুরোধ জানিয়ে এসেছেন মন্ত্রী।
“আশা করছি, আমাদের শ্রমিকদের কোনো সাজা হবে না এবং আমরা তাদেরকে দেশে ফিরিয়ে আনতে পারব।


মন্ত্রী বলেন, “আমি তাদেরকে(মালয়শিয়া সরকার) বলেছি, যদি আমাদের দেশের অবৈধ নাগরিককে সনাক্ত করতে পারি এবং কোনো কাগজ না থাকে, তাদের আমরা আউট পাস দিয়ে দেশে নিয়ে আসব। ”
ধরপাকড়ের প্রভাব রেমিটেন্সে ফেলবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এত অবৈধ অভিবাসী পেলে পরবর্তীতে তারা কি আমাদের শ্রমিক পাঠানোর সুযোগ দেবে? আমাদেরকে ভবিষ্যৎ চিন্তা করতে হবে। ”
অবৈধ অভিবাসীবিরোধী অভিযানের বিষয়ে মালয়শিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদি সোমবার এক সংবাদ সম্মেলনে জানান,সারা দেশের ৪০টি এলাকায় অভিযান চালিয়ে রোববার মোট ৮ হাজার ১০৫ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের মধ্যে ২ হাজার ৪৩৩ জনকে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয়।
ছবি: মালয়শিয়ার দ্য স্টার অনলাইন এর মধ্যে ৩৮৭ জন বাংলাদেশি বলে মালয়শিয়ার মন্ত্রী জানান। এছাড়া ৭১৭ জন ইন্দোনেশীয়, ৫৫৫ জন মিয়ানমারের এবং ২২৯ জন নেপালি নাগরিক রয়েছেন।


ছবি: মালয়শিয়ার দ্য স্টার অনলাইন
মালয়শিয়ার অভিবাসন দপ্তরের উপ-পরিচালক সারাভানা কুমার ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, অভিযানে প্রায় ৪ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের।
প্রায় তিন কোটি জনসংখ্যার মালয়শিয়ায় মোট শ্রমশক্তির ১৬ শতাংশই বিদেশি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।