আমাদের কথা খুঁজে নিন

   

বিপ্লবের ৫০ বছর উদযাপন করছে কিউবা



বিপ্লবী অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক বাতিস্তা কিউবা ছেড়ে পালানোর পর ১৯৫৯ সালের ১ জানুয়ারি সকালে কিউবার পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগো ডি কিউবা'র একটি ভবনের বারান্দায় দাঁড়িয়ে সমবেত জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিপ্লবে বিজয়ের ঘোষণা দিয়েছিলেন ফিদেল ক্যাস্ত্রো। ১ জানুয়ারি ২০০৮ বৃহস্পতিবার কিউবা বিপ্লবের ৫০ তম বার্ষিকী উদযাপন করছে কিউবা। ঠিক পঞ্চাশ বছর পর ওই বারান্দায় দাঁড়িয়ে ভাষণ দিয়েই ফিদেলের ছোট ভাই দেশটির বর্তমান প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো কিউবা বিপ্লবের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অনুষ্ঠান উদ্বোধন করছেন। অসুস্থ্যতার কারণে ফিদেলের ক্ষমতা হস্তান্তর ও তার অনুপস্থিতি, বিশ্বব্যপী আর্থিক মন্দার মুখে কিউবার নাজুক অর্থনীতি এবং দেশে সংস্কারের চাপের মুথে থাকা রাউলের সরকার যতোটা আশা করা হয়েছিল তারচেয়ে অনেক সীমিত আকারে সুবর্ণ জয়ন্তী উৎসব করছে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্যে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সারা দেশজুড়ে বহু সংখ্যক কনসার্ট।

এর মধ্যে সবচেয়ে বড় আয়োজনটি থাকছে রাজধানী হাভানায়। জনপ্রিয় ব্যান্ড 'লস ভ্যান ভ্যান' সেখানে গান গাইবেন যুক্তরাষ্ট্রের সাবেক দূতাবাস ভবন 'ইউ এস ইন্টারেস্ট সেকশন' এর সামনে 'এন্টি ইম্পেরিয়ালিস্ট ট্রাইবুনাল' এর চত্বরে। বিপ্লবের পর ১৯৬১ সালে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আগ পর্যন্ত সেখানেই ছিল যুক্তরাষ্ট্রের দূতাবাসটি। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের মাত্র ১৪৫ কিলোমিটার দূরে কিউবায় বিপ্লবের মধ্য দিয়ে একটি কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন ফিদেল ক্যাস্ত্রো। এরপর স্নায়ুযুদ্ধের পুরো সময়টাতেই রুশ-মার্কিন কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিউবা।

উৎখাত কিংবা হত্যা আর কিউবায় অস্থিতিশীলতা সৃষ্টির নানা ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বিদায়ী জর্জ ডব্লিউ বুশসহ দশজন মার্কিন প্রেসিডেন্টকে মোকাবেলা করেছেন ফিদেল ক্যাস্ত্রো। দেশ শাসনের ৪৯তম বছরে গত বছর ছোট ভাইয়ের হাতে ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল। সব মিলিয়ে কিউবা বিপ্লবের ৫০ বছর বা অর্ধ শতাব্দী এমন এক সময়ে উদযাপিত হচ্ছে যখন কিউবা এক ক্রান্তিকাল পার হচ্ছে, ফিদেল যুগের অবসানে নতুন ধারার শাসনের সূচনা করেছেন রাউল। পরিবর্তন এসেছে তার চিরশত্র" যুক্তরাষ্ট্রেও। প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করে বারাক ওবামা ইতিমধ্যেই সেই পরিবর্তনের আভাস দিয়েছেন।

তিনি ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কিউবা নীতিতেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।