আমাদের কথা খুঁজে নিন

   

লিখে গেলাম একটি কথাই...আবার দেখা হবে

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

২বছর হতে চললো ব্লগে এসেছি। প্রথম দিকে অনেক মজা পেতাম..দিন যেতে থাকলো আর মজা কমে যেতে শুরু করেছে। বিষয়টা আমাকে ভাবাচ্ছে! আমি একজন সদ্য বেকার যার জন্য ব্লগের মজাটা ধরে রাখা খুবই জরুরি কারণ আজ বাদে কাল যখন আমার ইন্টার্নশীপ শেষ হবে আমাকে সারাদিন বাসায় বসে মাছিই তো মারতে হবে। আমার এক বন্ধুর ইন্টার্নশিপ কিছুদিন আগে শেষ হয়েছে। বেচারা সারাদিন নেটে পড়ে থাকে, কিছুই করার নেই।

তাকে বললাম, ব্লগে আয় ভালো টাইম কাটবে। সে অবশ্য অন্য একটা কারণে ব্লগে রেজি করে চম্পট সেই যে দিয়েছে তার আর কোন খোজ নেই। আরেক বান্ধবীকে বললাম, আসো বইন বেকার মানুষ ব্লগে টাইম পাস করি। সে রেজি করে তার ব্লগে ঝুলিয়ে দিয়েছে “চাকরি চাই’ এরপর সেও আর নেই। মাঝে মাঝে হীরক রাজা আসে ঘুরতে ঘুরতে এই ব্লগে নতুন ব্লগারদের উৎসাহ দেখে আমার হিংসা হয়।

ওদের দেখে আমার নিজের পুরানো দিনের কথা মনে পড়ে যায়...প্রথম দিকে ফাইট দিয়ে টিকতে হয়েছে আমাকে। আমার কোন বড় ভাই ছিল না এই ব্লগে না ছিল কোন বন্ধু। আজ আমার এক গাদা বন্ধু ভাই বোন চাচা মামা খালা খালু সহ আরো কত কি! সবাইকে এখন সম্পর্ক অনুযায়ী সম্মান দেখাতে হয় যা আমার আর ভাল ঠেকছে না। আমি মুক্তি চাই আর তাই এই বছরের শেষ পোস্ট (সম্ভবত) এ আমি আগামী বছরের প্রথম দিন থেকে কি কি করবো তা একটু ধারণা দিই। আমি আগে কাকে কি ডেকেছি ভেবেছি এসব ভুলে যাবো...একজন নবীন ব্লগার হিসেবে শুরু করতে চাই।

এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে কেন আমি নিকটাই বদলে ফেলছি না! এটা একটা গুড প্রশ্ন...আসলে বেসিক্যালি...একচুয়ালি... আমি আমার এই নিকটাকে ভালবাসি নতুন করে শুরু করবো বলে তো আর আমার সার্টিফিকেটের নাম বদলে ফেলবো না (যদিও আমার নামের জন্য আমি সবখানেই অপদস্ত ) আর এ কারনেই আমি আমার নিক না বদলানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি সবাই কে আপনি করে বলবো এবং আশা করবো নতুন বছরের প্রথম দিন কেউ আমাকে তুমি তুই বলে পুরানো খাতিরের কথা মনে করাবেন না। অচেনা মানুষকে আপনি করে বলা ভদ্রতা আর ভদ্রতাই বংশের পরিচয় ! (আমার কথা শুনে আপনারা আবার অংক করতে বসে যাবেন না! একজন হতাশাগ্রস্ত বেকারের কথা এমনই হয় ) আরেকটি গান যা ইদানীং খুব শুনছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।