আমাদের কথা খুঁজে নিন

   

ভাইরাস + ভাইরাস - এন্টিভাইরাস ও করনীয়



যতই কম্পিউটারের ব্যবহার হচ্ছে তার চাইতে বেশি ভাইরাস তৈরি হচ্ছে!!!! এবং এন্টিভাইরাস কোম্পানীগুলো সাথে সাথে কিছু প্রোগ্রামার ও বেকার লোকের চাকুরীর সংস্থানও হচ্ছে বেশ কিছু ব্যবসাও হচ্ছে - তাই নয় কি??? নরমালি একটি এন্টিভাইরাস প্রোগ্রাম থাকলে আর একটি (সম) এন্টিভাইরাস প্রোগ্রাম ইন্স্টল করা সম্ভব হয় না। ? তবে যেগুলো কমন এন্টিভাইরাস প্রোগ্রাম পাওয়া যায় তার সবই যে যেটা ব্যবহার করে তার কাছে ভাল। আমিও অফিসে সার্ভার সহ সব পিসিতে সাইম্যানটেক সার্ভার র্ভাষন ব্যবহার করি । এবং আমার এডমিন পিসিতে ক্লায়েন্ট সহ বিকেএভি নামের ছোট্ট একটি এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করি ।( বিকেএভি সম্বন্ধে চট্টগ্রামের জুয়েল ভাইয়ের কাছে জানতে পারি - তাকে ধন্যবাদ।) এই কাজের এন্টিভাইরাস প্রোগ্রামটিকে আমি বসবময় আপডেট করে আমার সংগি হিসেবে পেনড্রইভে রাখি । যা আমি বিভিন্ন জাযগায় পেনড্রাইভ ব্যবহারের পূর্বে ইন্সটল করে নেই। আপনি এটি http://www.bkav.com.vn/ থেকে ডাউনলোড করতে পারেন। পেনড্রাইভকে কিভাবে ভাইরাস মুক্তরাখবেন জানতে http://pcpatshala.blogspot.com/ তে দেখতে পারেন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা...................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.