আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার এক্স ফাইলস্‌ এর প্রতি অনুরোধঃ শান্ত হোন।



আপনার নিক বাতিলের লেখা পড়লাম। আপনার রাগটা হয়ত স্বাভাবিক অনেকের কাছে তবে একটু ঠান্ডা মাথায় আমার যুক্তিগুলো ভেবে দেখুন। আমাদের সমস্যা কি জানেন? চিলে কান নিল কিনা সেটা নিয়েই সবাই ব্যস্ত থাকি। উনার নিক নিয়ে সমস্যা কোথায় বুঝলাম না। ১৯৭১ এ দু ধরনের চেতনাই জাগ্রত হয়েছিলঃ ১. আমাদের বাঙালিত্বের, ২. রাজাকার আলবদরদের পাকিস্তানিত্বের।

একটা চেতনা 'সুচেতনা' তো আরেকটা 'কূচেতনা'। এটা দুই পক্ষের জন্য দুই আলাদা পার্সপেক্টিভে দেখুন। আমাদের কাছে পাকিস্তান বাদ যেমন কূচেতনা' তেমনই রাজাকারদের কাছে আমাদের চেতনা কূচেতনা'। এই চেতনার বৈপরিত্যই যদি না থাকত তাহলে মুক্তিযুদ্ধের প্রয়োজন হতনা। জন্ম হতনা দুই বিপরীতমুখি পক্ষের।

কাজেই এটা তারও ৭১ এর চেতনা। তবে আমাদের হিসেবে কূচেতনা'। কি ঠিক বললাম কি? অযথা মাথা গরম করে ওদেরকে আরও বেশী সুযোগ করে দেবেন না। ক্রোধ মানুষকে অন্ধ করে দেয় আর সেই অন্ধত্বের সুযোগ নেবার জন্য অনেকেই ওঁৎ পেতে থাকে। আপনার পোস্ট পড়ে অনেকেই তার নিকে ঢুঁ দিয়েছে, তাতে সে কিছু খ্যাতি লাভ করছে।

কাজেই তার নিক বাতিলের দাবি না করে তাতে গিয়ে ঘৃণা প্রকাশ করে আসুন। একসময় সেই অতিষ্ঠ হয়ে যাবে। আর তার কমেন্টের জবাব দেবেন না। বরং মুছে দেবেন সাথে সাথে। তাহলে এক সময় সে মূল্যহীন হয়ে পড়বে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.