আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড়রা কি সত্যিই আছে?

মাঝে মাঝে মনে হয় এর চেয়ে যদি ছেলে হয়ে জন্মাতাম তাহলে অনেক স্বাধীন হতাম। আমি মনে মনে সুদূরের পিয়াসী হলে কি হবে, কবির ভাষায় "কক্ষে আমার রুদ্ধ দুয়ার সেকথা যে যাই পাশরী"। জয় রাধামাধব।

ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড়রা কি সত্যিই আছে? কথায় বলে গল্পের গরু গাছে ওঠে ৷ সাহিত্যে বিশেষত রূপকথায় অনেক কাল্পনিক প্রানী, ঘটনা ইত্যাদি দেখা যায়৷ কবিরা কল্পনাপ্রবন। তারা বোধহয় অমাবশ্যার রাতেও পূর্ণিমার চাঁদ দেখতে পারেন ৷ যতসব গালগল্প ৷ তাই তাদের কথা সত্য নাও হতে পারে ৷ কিন্তু বৈজ্ঞানিকরা বাস্তব নিয়েই ঘাঁটাঘাঁটি করেন ৷ তাই ব্লগে যারা বিজ্ঞানের ছাত্র আছেন শুধু তাদের কাছেই প্রশ্নটা রাখছি ৷ আচ্ছা, সত্যিই কি ভ্যাম্পায়ার বা বক্তচোষা বাদুড় বলে বাদুড়ের কোনো প্রজাতি আছে? অনেকে আবার রূপক অর্থেও শোষক শ্রেণীকে রক্তচোষা বাদুড় বলতে পারেন ৷ কিন্তু সেকথা বলছি না ৷ আমি জীববিজ্ঞানের দৃষ্টি দিয়ে প্রশ্নটা করছি ব্লগারদের কাছে৷ কেউ কিছু জানেন কি এই সমন্ধে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.