আমাদের কথা খুঁজে নিন

   

অপরাজেয় বাংলাঃ অপরাজেয় জীবনের প্রামান্য চিত্রন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
এ পাথর মূর্তি আজ যেনো পরিনত হয়েছে আমাদের চেতনার এক মূর্ত প্রতীকে। আমাদের সকল শপথের উৎসস্থল। বাংলাদেশের স্বাধীনতার এই প্রতীক কেমন করে তিলে তিলে তৈরী হলো সেই গল্প বলেছেন এ নির্মানের সাথে প্রত্যক্ষ্য যুক্ত প্রতিটি মানুষ। স্বাধীনতার ৩৮ বছর পর আজকের বাংলাদেশে যখন ঘোষনা দিয়ে শুরু হয় মূর্তী ভাঙ্গার উৎসব তখন এক দল তরুণ আবারো ব্রতী হয়েছে অপরাজেয় বাংলা পুনঃনির্মানের! এরকমই একটি গল্প খুজে নিয়ে তৈরী হচ্ছে অপরাজেয় চেতনার ছবি অপরাজেয় বাংলা The Statue of Freedom. এ প্রামাণ্যচিত্রটি আজ দীর্ঘ তিন বছর যাবত আমি নির্মাণ করছি। শুটিং শেষ, এখন চলছে সম্পাদনার কাজ। আজ ১৬ই ডিসেম্বর ২০০৮ অফিসিয়ালি চালু হলো অপরাজেয় বাংলা Documentary এর ওয়েব সাইট। http://www.aparajeyobangla.com/ সকলকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। এই ছবি বানানোর গল্প ধারাবাহিক ভাবে লিখছি, আগ্রহ হলে পড়তে পারেন মূর্তি লইয়া আমার প্রামান্য কথন ১: অপরাজেয় বাংলা মূর্তি লইয়া আমার প্রামান্য কথন ২: অপরাজেয় বাংলা মূর্তি লইয়া আমার প্রামান্য কথন ৩: অপরাজেয় বাংলা মূর্তি লইয়া আমার প্রামান্য কথন ৪: অপরাজেয় বাংলা
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.