আমাদের কথা খুঁজে নিন

   

একথা ওকথা, দে তো বুড়ী আলাপাতা

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

আসছে ২৯শে ডিসেম্বর। জাতীয় সংসদ নির্বাচন। চারিদিকে পোষ্টারের ছড়াছড়ি। দৌড়াদৌড়ি, মিছিল, আরো কত্ত কি! অমুক ভাই ভালো, তমুক ভাই ভালো।

অমুক ভাইকে একটা ভোট দিয়েন। আমি নির্বাচিত হলে উন্নয়নের জোয়ার বয়ে দিবো। সেই জোয়ারে আপনারা সবাই ভেসে যাবেন। গিয়ে পড়বেন সাগরে। আমি অমুকের বড় ভাই, উনি আমার ছোটবোন।

দুই ভাই বোন মিলে এবারের সংসদ গড়বো। ইত্যাদি ইত্যাদি। যাদের গত সাত বছর যাবত সামনা সামনি চোখে দেখিনি। তারা বাড়ীর উঠানের উপর চলে আসছেন। পারলে তো বেড রুমে বসে যায়।

কত আপন। রাস্তায় বের হওয়ার উপায় নেই। দেখলেই বুকের সাথে চেপে ধরেন। যেন আত্মার সম্পর্ক। "আসেন ভাই চা খাই, এই নেন সিগারেট" আরো কত কথা।

সব কথার মূল কথা: "একথা ওকথা, দে তো বুড়ী আলাপাতা। " আজ থেকে কয়েক বছর আগে, আমার এক বন্ধু পড়েছিল এক নির্বাচন পদপ্রার্থীর খপ্পরে। তখন চলছে পৌরসভার নির্বাচন। এক মেম্বার পদপ্রার্থী গনসংযোগকালে আমাদের সে বন্ধুকে রাস্তায় পেয়ে তাকে বুকে চেপে ধরে একনাগাড়ে বলতে লাগলো সে নির্বাচিত হলে কি করবে না করবে। এক নিঃশ্বাসে কথা শেষ করে বলল, "ভাই আপনার বাসার নাম্বার দেন, আপনার বাসায় যামু"।

আমার বন্ধুর কথা শুনে সেই মেম্বার পদপ্রার্থীর মুখ দিয়ে একটি কথাই শুধু বের হলো, "দুরু মিয়া, খালি সময় নষ্ট। " আমার বন্ধুটি নাকি বলেছিল, "ভাই আমার বাসা এইখানে না, আমি বেড়াতে আইসি। " আহা! সারাবছর যদি এমন আদর পেতাম!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.