আমাদের কথা খুঁজে নিন

   

আসছে বইমেলায় কোন কোন ব্লগারের বই বারাইতাছে??



হাতে মাস খানেকের অল্প কিছু সময় আছে, ব্লগের লেখকরা নিশ্চয় আপকামিং বইমেলা সামনে রেখে বই প্রকাশে ব্যাতি-ব্যাস্ত আছেন। সাধারন ব্লগারগন, যারা ব্লগার লিখিয়েদের বই আসছে মেলায় পেতে ইচ্ছুক, তাদের কিন্চিত সুবিধা প্রদানে এই পোস্টের অবতারনা আর লেখকদেরও খানিকটা প্রচার/প্রসার ঘটবে আশা করি সামহোয়্যারইন ব্লগের কোন কোন লেখকের বই আসছে একুশে বই মেলায়? আপডেট: ১। পথিক!!!!! (মামুন ম. আজিজ )......"তথাপি"----ছোট ছোট গল্পের সমারোহ ২। রবিউলকরিম ...... " ডোরাকাটাদের দেশে"------গল্পগ্রন্থ ৩। প্রণব আচার্য ......... "সূর্যের একচ্ছত্র অধিকার অস্তের পূর্বে"(সম্ভাব্য) ৪।

মাজুল হাসান......... "ইমেলদা-ইসমত আরার জুতো" (সম্ভাব্য) ৫। সুখি মানুষ...............'সংক্ষিপ্ত সংলাপ' ৬। ইমন জুবায়ের -এর একটি ছোট গল্প, ছোট কাগজ শিড়দাঁড়া'য়, সম্পাদক সুহৃদ শহীদুল্লা। ৭। ফাহমিদুল হক ........ সম্ভাবনা আছে, এখনো নিশ্চিত নয় ৮।

আরিফ জেবতিক ......."এক এগারোর রাতে একুশ নম্বর আঙুল "----রাজনৈতিক উপন্যাস ৯। তপন বাগচী .......৮টি বইয়ের প্রস্তৃতি রয়েছে ক। প্রফুল্ল গোঁসাই গীতিসমগ্র (সংগ্রহ) খ। বাংলাদেশের যাত্রাশিল্প (সংকলন) গ। লোকসাহিত্য পত্রিকা : নির্বাচিত রচনা (সংকলন) ঘ।

নীলকমল মিশ্র ও তাঁর ভাওয়াইয়াগান (গবেষণা) ঙ। মোসলেমউদ্দিন বয়াতি ও তাঁর জারিগান (গবেষণা) চ। নির্বাচিত ১০০ ছড়া (ছড়া) ছ। রাধারমণের গান (গবেষণা) জ। শেষ দৃশ্যের আগে (উপন্যাস/ জেমকন সাহিত্য পুরস্কারপ্রাপ্ত) ১০।

মুজিব মেহদী ক। কাব্যগ্রন্থ ...'চিরপুষ্প একাকী ফুটেছে'। প্রকাশক অ্যাডর্ন। খ। রূপান্তরিত গল্পগ্রন্থ..'সটোরি লাভের গল্প' ।

প্রকাশক পাঠসূত্র। ১১। হাসান মোরশেদ......"শমন শেকল ডানা" (সম্ভাব্য) ১২। আমজাদ সুজন.......'দৃশ্য শিকারের বন্দুক' প্রথম কাব্যবই ১৩। আবদুর রাজ্জাক শিপন........."চন্দ্রাবতীর চোখে কাজল রং"-- উপন্যাসটি প্রকাশের সম্ভাবনা রয়েছে ১৪।

মুক্তি মণ্ডল ..........."পুষ্পপটে ব্রাত্য মিনতি" কবিতার বই ১৫। আজহার ফরহাদ........"মগ্ন নৈরাজ্যের পদাবলী" কবিতার বই, ইত্যাদি প্রকাশ থেকে। ১৬। মেঘ ........."অ-পরবের দিন", কবিতার বই, বের করছে উতস প্রকাশন। ১৭।

ভুতের আড্ডা.........'অদ্ভুত ও অন্যান্য' সম্ভাবনা আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.