আমাদের কথা খুঁজে নিন

   

একটা জানের টুকরা...তাশমিনা তাহসিন...

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...
পিচ্চি অসম্ভব তুড়তুড়া...শুধু দৌড়ায়...এদিক থেকে ওদিক...ড্রয়িং রুমের এই মাথা থেকে ঐ মাথা...সাথে সাথে আমিও খানিকখন দৌড়াদৌড়ি করে বুঝলাম...আমার পক্ষে বুড়া হাড়ে ভেল্কি দেখায় ওকে দৌড়ে হারানো একভাবেই সম্ভব...আর তাহল এই বাসাটা আমি ওর চেয়ে ভাল চিনি এই কারনে...পিচ্চির বয়েস ১৬ মাস...আম্মুর খালাতো ভাইয়ের মেয়ে...মানে আমার মামাতো বোন...আজকে আমাদের বাসায় বেড়াতে আসার পর থেকে আম্মুর ড্রয়িং রুমেরব জিনিস্পত্র তুলে পাশের রুমের শোকেসে উঠায় রাখা লাগল...কারন উনি হাতের কাছে যা পাচ্ছেন নিজের মনে করে ছুড়ে ছুড়ে ফেলছেন...আর এত ছোট বাচ্চাকে কি বকা দেয়া যায়?... ও যাবার পর আমার রুমটা গুছাতে আধঘন্টা লাগল...বাপরে আমার পিচ্চি এরকম হলে আমার আর ডায়েত কন্ট্রোলের জন্য আলাদা করে কিছু করতে হবে না...এর পিছনে দৌড়াতে দৌড়াতেই আমার সব খাবার হজম হয়ে যাবে...হাহাহা... [ একে তেমন ভোল্টেজ ছিলনা বলে দুটা টিউব লাইটেও ঘর আন্ধার...তার পরে এই পিচ্চির লাগাতার নড়াচড়া...এত কিছু আমার বাচ্চা স্যামসাং মোবাইলের ভিজিএ ক্যামেরা সামলাতে পারেনি...]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.