আমাদের কথা খুঁজে নিন

   

স্যাটায়ার না সত্যি আর ঈদ মোবারক

আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি

প্রতিবেশীনির বাড়িতে একটা ছোট্ট কাজে গিয়েছিলাম। বাড়ির কর্তা যাচ্ছেন গরু কিনতে, প্রতি বছরের মত এবারও সে বাজারের দামী এবং সেরা গরুটা কিনবে, বললেন বাড়ির গিন্নি। বাজেট কয়েক লাখ টাকা । গল্পে গল্পে তার ঈদের গয়নাটিও দেখাতে ভুল্লেন না । ছেলেটি একটা প্রাইভেট উনিভার্সিটিতে পড়ে ।

তাকে ঈদে দেওয়া হয়েছে একটা পাজেরো গাড়ি। অনেক দিনের শখ তার বন্ধু বান্ধব নিয়ে ঘুরবে নাকি ঈদের দিন। যাইহোক, এগুলি খুবই নরমাল ব্যাপার তাদের জন্য। আমার তাতে কিছুই বলার নাই। ছোট্ট একটা কাজের মেয়ে আছে বছর দশের।

হঠাৎ করে তাকে উনি মেয়েটিকে আমার সামনে মারলেন এক থাপ্পড়, বললেন কাজে মন নাই, খালি বদমায়েশী করছে। আমি আসলে কারো গায়ে হাত দেওয়াটা দেখতে পারি না, সে যেই হোক না কেন। ছোট্ট মেয়েটির থাপ্পড়টা অনেকটা বেশি বুকে বাজলো আমার। বললাম আজ উঠি। উনি উনার ক্রন্দনরতা কাজের মেয়েকে বললেন “যা চাবি নিয়ে ওনাকে গেট খুলে দিয়ে আয়”।

" সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি কাজের মেয়েটিকে দেখলাম, খুব মিষ্টি একটা মায়াবি মুখ, মাথায় আলতো হাত দিয়ে বললাম “থাক কেঁদ না, মন দিয়ে কাজ করনা তাইতো খালাম্মা বকেন। কাল ঈদ, খুশির দিন, কেঁদনা। কাল নতুন জামা পড়বা, কত্ত মজা হবে, মেয়েটি অশ্রু সিক্ত চোখে, কান্না জড়ানো গলায় বললো, “আমাকে ঈদের জামা দেয় নাই, বলেছে কোরবানীর ঈদের কাপড় নিতে হয় না, দেখনা গরু কিনতেছে, মাংস খাইস, তোর মায়ের জন্য মাংস দিমুনে”। " আমার ভীষন কষ্ট হল, মনে হল ওকে একটা জামা কিনে দেই, কিন্ত পরক্ষণে মনে হলো আমার কিনে দেওয়া জামাটি নিয়ে ঝামেলা আরো বাড়তে পারে। তাই ওর হাতে কিছু টাকা দিয়ে বললাম, “ এটা রাখো, খালাম্মাকে বলবা এটা ওই আন্টি ঈদের সালামি দিয়েছে”, মনটা ভাল লাগছেনা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

এটা এমন একটা ঘটনা যে বিশ্বাস করতে মন চায়না। এতটা নিষ্ঠুর কি কেউ হতে পারে। কত বিচিত্র মানুষ আমরা। আমাদের গৃহ শ্রমিকরা পেটের দায়ে সব ফেলে আমাদের কাছে আসে তাদের প্রতি সদয় হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই ঘটনা নিয়ে একটা রম্য ছড়া লিখেছি।

এটা আপনাদের জন্য আমার ঈদ উপহার। লোকটার নামটা ঊজবুক ছাড়া আর কিছুই দিতে পারলাম না। আপনারা ঈদে অনেক ভাল থাকুন, অনেক মজা করুন ঈদে সবার জন্য থাকলো আমার প্রাণঢালা শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক । উজবুক মিয়া যাচ্ছে হাটে কিনতে গরু ছাগল টাকার ভারে পকেট ভারি মাথাটি আধ পাগল।

এইটা ছোট, জিড়জিরে হাড় ওইটাতো ভাই সরু কিনতে হবে হোঁদল মার্কা বিশাল একটা গরু। হাটের সেরা গরু খানা চাইযে আমার চাই যে কোন দাম দিতে রাজি টাকার চিন্তা নাই। পাড়ায় আমি সবার সেরা নামকরা এক ধনী বিশাল গরু না কিনলে মান রবেনা জানি। বড় ছেলের ঈদে বায়না নেবে পাজেরো গাড়ি গিন্নির যে গয়নার সখ দিয়েছি কয়েক ভরি। দশ বছরের কাজের মেয়ে ফাযিল যে ভাই অতি ঈদের জামা দিইনি বলে কাজে নাইতো মতি ।

যত রকম বায়না ধরে এত খরচার মাঝে আত্নত্যাগের ঈদ যে এটা মুর্খ কি তা বোঝে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.