আমাদের কথা খুঁজে নিন

   

স্যাটায়ার একোস্টিকাঃ শুয়োরের খোয়ারে কোনও এক অধিবেশন

RBS (Red Barricade Squad) কথা ও সুরঃ জুবায়ের জুয়েল ------------------------------------------------------ Mother, should I trust the government? ------------------------------------------------------ বিরোধীদের চৌদ্দ গোষ্ঠী করবোই উদ্ধার। বিটিভি-তে আমার ভাষণ করবে সম্প্রচার। । পার্লামেন্টে রানীমাতার ঢোল পেটাবো, তাই- নির্ধারিত সময় শেষে আরো সময় চাই। ।

ধন্যবাদ, মাননীয়- জনাব স্পীকার। এবার জনগণের কথা- দেশের সমাচার। । তেল-গ্যাস আর কয়লা বেঁচে আমরা চালাই দেশ! তাই তো বিদেশীদের কাছে প্রশংসা পাই বেশ। ।

উন্নয়নের বাণে ভেসে দেশটা একাকার। জেগে জেগে স্বপ্ন দেখার ডিজিটাল কারবার। । জীবনযাত্রার মান বেড়েছে দেশের সবাই ধনী। চড়া দামেই কিনছে সবাই চাল-ডাল-তেল-চিনি।

। বাড়ছে ভাড়া বাড়ি-গাড়ির চলবে বাড়াবাড়ি, বীর বাঙালী বীরের মতই করুক মারামারি। । রান্না ঘরের চুলোয় যখন গ্যাসের আসা-যাওয়া, গণতান্ত্রিক অধিকারে খাচ্ছে সবাই হাওয়া। ।

লোডশেডিং-এর লুকোচুরি সে তো স্বাভাবিক। জোৎস্না রাতে তারার মেলা ভীষন রোমান্টিক। । দলের গুন্ডা সন্ত্রাস করে সেটা হুমকি নয়। আমেরিকা দেয় তালিকা সন্ত্রাস কারে কয়।

। ক্রসফায়ারে মানুষ মারাই সবচে’ বড় আইন। মসজিদে আর মন্দিরে তাই বাড়ছে লোকের লাইন। । দুর্ঘটনায় মানুষ মরা বাড়ছে দিনকে দিন।

জন্মিলে মরিতে হবে- সেটাই ভেবে নিন। । শুধু শুধুই মহাগুজব পানির অভাব শুনি। তারপরেও সবার চোখে কেমনে এতো পানি?? অধিকার আদায়ের নামে যত আন্দোলন। দেশবিরোধী অপশক্তির দুষ্টু আয়োজন।

। দেখুন, কত কষ্টে আছে- এমপি-মিনিস্টার! বড় কষ্টে চালাতে হয় বিলাসের সংসার। । আজকের এই অধিবেশনে প্রস্তাব করে যাই- এমপি-মিনিস্টারের বেতন দ্বিগুন করা চাই। ।

------------------------ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.