আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি ধুম-পান বিরোধী লেখা এবং আধা-স্যাটায়ার

To love what you do or to do what you love is the question to be answered! বাংলাদেশে একটা আইন আছে “জনসমাগমের স্থানে ধুম-পান করলে পঞ্চাশ টাকা জরিমানা দিতে হয়”। আমার হঠাৎ করেই মনে হোল, আরে এই আইন দিয়ে তো একসাথে দুইটা কাজ করা যায়!!! এই আইন বাস্তবায়ন খুব ই সহজ, চাইলে আজই এটা কার্যকর করা সম্ভব। এবার আসা যাক, কিভাবে তা হবে সেই বিষয়ে... আমাদের মহামান্য পুলিশ ভাইদের একটু সহযোগিতা লাগবে, তবে আমি মনে-প্রাণে বিশ্বাস করি কিছু কিছু পুলিশ ভাইয়েরা নাখোশ হলেও সবাই মিলে তাঁরা এই বিষয়টা ভালই উপভোগ করতে পারবেন... জনসমাগমের স্থানে যারা ধুম-পান করেন, তাদের প্রত্যেকের কাছ থেকে পঞ্চাশ টাকা জরিমানা আদায় করার কাজটা পুলিশকেই করতে হবে এবং নিয়মমাফিক। এর কোনও ব্যত্যয় করা যাবে না, আর এটার সবচেয়ে বড় দিকটা বলাই হয়নি এখনো, যারা এই টাকাটা নিচ্ছেন (মানে, পুলিশ ভাইয়েরা) তাঁরা তাদের এই টাকার মাত্র একটা কিয়দংশ কেবল সরকারি কোষাগারে জমা দেবেন, বাকিটা তাদের নিজেদের থাকবে... তবে, সমানভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি বিষয় বলে রাখা ভালো। একটি হল- - কোনও পুলিশ অন্য কোনও ক্ষেত্রে যদি ঘুষ বা উৎকোচ গ্রহণ করে (চাঁদা বা অন্য যে কোনও উপায়ে), তাহলে তাঁর চাকুরি ঐখানেই শেষ (উপযুক্ত প্রমাণ সাপেক্ষে) - আর কোনও পুলিশ যদি কোনও ধূমপায়ীর কাছ থেকে জরিমানা আদায় না করে তাহলে তাঁর জন্যেও একই বিধান আমার মনে হয়, এটা একদিকে ধূমপানকে নিরুৎসাহিত করবে, আমাদের পুলিশ ভাইদের জন্যে কিছু ভালো পরিমান অর্থ আগমনের ও সুযোগ করে দেবে... আপনারা কি বলেন??? ধূমপান বিরোধী আমার আগের লেখা এইখানে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।