আমাদের কথা খুঁজে নিন

   

একটি 'বাইত যামু' বিষয়ক পোষ্ট এবং বিনা পয়সায় একটি মাত্র উপদেশ



গত কয়েকদিন যাবৎ বোলগার 'বাইত যামু' রে অনেক খোজলাম...পাইলাম না। পাইলে বাইত যাওয়া বিষয়ে উনার নসিহত শুনবার খায়েস আচিলো। আমিও বাইত যামু। আগামী পরশু। তয় এখন পরযনত মালুম করতে পারি না যে ঈদের আগে বাইত যাইতে পারুম কি পারুম না।

এনিঅয়ে, ঈদের আগে ইডাই আমার সরবোশেষ পুষ্ট। দিলে বড় খায়েশ আচিলো যে ঈদের আগেই সামুবোলগের ব্যানমুক্তি নিয়া যাইতারমু। আন্দোলনের ডাক দিসিলাম। কেউ সাড়া দেয় নাই (দু এক জন বাদে, এই দু একজনের মইধ্যে রাজামশাই একজন)। আপনার সবাই ভালো থাইকেন।

বেসিকেলি সব্বাইরে ঈদ মুবারক কওনের জন্যেই এই পুষ্ট। উপরের দুই প্যারায় যা কইচি। ঐগুলা আজাইরা কথা। ভবিষ্যতে একজন ভালো রাজনিতিবিদ হবার জইন্য আমার সম্ভাবনা পরবল আর হা...বিনা পয়সায় এট্টা উপদেশ। গোসত খাবার সময় সবাই এট্টু দেইখা শুইনা খাইয়েন।

বেশি খাওন পেডের জন্যি ভালো না (আমার জন্যি প্রজোয্য নহে)... টা টা বাই বাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.