আমাদের কথা খুঁজে নিন

   

চলমান অর্থনৈতিক মন্দাবস্থায় জার্মানির চাকুরীর বাজার


বিশ্বের ক্রমবর্ধমান অর্থনৈতিক মন্দাবস্থার প্রভাব রপ্তানীমুখি অর্থনীতির দেশ জার্মানিতেও পড়েছে । প্রাথমিক পর্যায়ে প্রথম সারির কিছু ব্যাংক (হাইপো, বার্য়ান এলবি) সমস্যায় পরলেও বিভিন্ন শ্রেণীর অর্গানাইজেশনগুলোও এখন লোকসানের সম্মুখীন । জার্মানদের গর্বের অটোমোবাইল শিল্পের অবস্থা এখন বেশ নাজুক । মার্সিডিজ, বিএমডব্লিও ও ফোক্সওয়াগনের মতো জায়ান্ট কোম্পানিগুলো চাহিদা হ্রাসের জন্য উৎপাদন কমাতে বাধ্য হয়েছে । ওদিকে বিশ্বের সর্ববৃহৎ ক্যামিকেল কোম্পানি BASF একশোটির মধ্যে আশিটি প্লান্ট সাময়িক বন্ধ করে দিয়েছে ।

বায়ার সহ অন্য ক্যামিকেল কোম্পানিগুলোর অবস্হাও খুব একটা ভাল নেই । চীপ নির্মাতক ইনফিনিয়নতো কুইমন্ডাকে বিক্রি করার জন্য ক্রেতার সন্ধান করছে । উল্লেখ করা বান্চনীয় যে অটোমোবাইল শিল্পের সাথে অন্য শিল্পগুলোও ওতপ্রোতভাবে জড়িত । আর স্বল্পসুদের ব্যাংক ঋনের ব্যবস্হা না করা গেলে অটোমোবাইল শিল্পের চাহিদাতো কমবেই, একগাদা নগদ টাকা না থাকলেতো আর মার্সিডিজ বা পোরশে কেনা যায় না !!! জার্মানিতে চাকুরীর বর্তমান বাজার এখন কেমন অনুধাবনের জন্যই পূর্বতন প্রসঙ্গের অবতারনা । নূতন চাকুরীর এড হয়তো জব সার্চিং পোর্টালগুলোতে রয়েই গিয়েছে কিন্তু ক্রমবর্ধমান লোকসানের কবলে পড়ে চাকুরীদাতা কোম্পানী টিকিয়ে রাখার সংগ্রামেই যখন ব্যাস্ত তখন নূতন কর্মী নেয়া কী সম্ভব ? আর তাইতো সদ্য পড়াশুনা শেষ করা বন্ধুগুলো যখন রাত্রিবেলা জবের এপ্লিকেশন করে স্বপ্নের একটা ঘুম দেয়, সকালবেলাই রিফিউজ লেটার পেয়ে মুখ ভার করে থাকে ।

অন্যসব ফিল্ডের জব কিছুটা কমে গেলেও কিন্তু সফ্টওয়ার ইন্জিনিয়ারদের চাহিদা এখনো ভালই আছে । ভালো প্রোগ্রামিং জ্ঞান সহ অভিজ্ঞতা থাকলে আপনাকে আর ঠেকায় কে?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।