আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামে নারীর অধিকার (মোটামুটি সুন্দর এবং সংক্ষিপ্ত )

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
ইসলামে নারীর অধিকার নিয়ে আমার কিছু লেখার ইচ্ছা আছে কিন্তু সময় করে ওঠতে পারছিনা । এ ছাড়াও আরও অনেক বিষয় নিয়ে লিখতে চাই। পরীক্ষা । পড়তে মন চায়না আবার না পড়ে উপায় নেই । কয়েকটা অনলাইন আইটি পরীক্ষা দিতে হবে দুই মাসের মধ্যে ।

পড়ব না পোষ্ট দিব ? আমি এই খানে মোটামুটি নতুন । এখানে তো দেখি ইসলামের বিরুদ্ধে লেখার ছড়াছড়ি । এ জন্য নিজে যা জানি তা লিখতে চাই, জানাতে চাই । বড় দুঃখ পোলাপানগুলার এই ধর্মদ্রোহীতা দেখলে । মনে চায় খালি লিখি -- নূহ (আঃ) প্লাবণ, ঈসা (আঃ).., মায়া সভ্যতায় ও তাদের ক্যালেন্ডার, বিভিন্ন ধর্মে মহানবীর আগমণ বার্তা , বিভিন্ন ধর্মে স্রষ্টার ধারণা, আত্না কি ? জ্বিন জাতি , কেন ইসলাম শ্রেষ্ঠ ? সূফী আওলিয়াদের কাহিনী ..., আল-কোরআনের শ্রেষ্ঠত্ব ..., মহানবীর বাণী..তিনি কতো বড় জ্ঞানী ছিলেন ..যদিও অক্ষর জ্ঞানহীন ছিলেন. জানি না আমার লেখার দ্বারা কয়জনকে কতটুকু কি জানাতে পারব ,কিন্তু সত্যি খুব খারাপ লাগেরে ভাই , কষ্ট লাগে ।

পোলাপানগুলার এই ধর্মদ্রোহীতা দেখলে...না মানা এক জিনিষ আর দ্রোহিতা আরেক জিনিষ... যাক...আল্লাহ আমার সহায় হউক .. ইউ টিউবে একটা মুটামুটি ভাল ভিডিও পেলাম ইসলামে নারীর অধিকার নিয়ে...দেখলে ভাল লাগবে...মেয়েদের অধিকার, বহুবিবাহ, তালাক । বিশেষ করে বহু বিবাহ এবং অধিকার । বেশী বড় না, শুরু করলে শেষ পর্যন্ত না থেকে পারবেন না । ভাল থাকবেন । পথম পর্ব দ্বিতীয় পর্ব
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।