আমাদের কথা খুঁজে নিন

   

Windows সফটওয়্যার এর লিনাক্স একুইভালেন্ট/অল্টারনেটিভ(শেষ কিস্তি )

আমদের মুক্তি আমদের হাতে,শুধু দরকার সচেতনতা।

প্রথমে দুঃখিত অনেক দেরি করে আসলাম বলে। পরীক্ষা চলছে তাই একটু ব্যস্ততা যাচ্ছে। আজকে বিরতি যাচ্ছে, তাই ভাবলাম সময় যেহেতু পেয়েছি লেখাটা শেষ করি। আজকে আরও কিছু Windows সফটওয়্যার এর লিনাক্স একুইভালেন্ট/অল্টারনেটিভ আপনাদের সামনে তুলে ধরবো।

কিন্তু এই লিস্টই সব কিছু নয় এর বাহিরে অনেক গুলোর কাজ চলছে, কিছু ডেমো হিসেবে টেস্ট হচ্ছে, আর আপনারা জানলে কমেন্ট এ যোগ করে দিয়েন। windows নাম SoundForge লিনাক্স অলটারনেটিভ এর নাম ReZound ( http://rezound.sourceforge.net/ ) windows নাম Total Commander লিনাক্স অলটারনেটিভ এর নাম GNOME Commander ( http://www.nongnu.org/gcmd/ ) xfe ( http://roland65.free.fr/xfe/ ) Tux Commander ( http://tuxcmd.sourceforge.net/ ) Midnight Commander ( http://www.ibiblio.org/mc/ ) Krusader ( http://krusader.sourceforge.net/ ) windows নাম Traktor DJ লিনাক্স অলটারনেটিভ এর নাম Mixxx ( http://mixxx.sourceforge.net/ ) terminatorX ( http://www.terminatorx.org/ ) windows নাম Videora লিনাক্স অলটারনেটিভ এর নাম thin liquid film ( http://thinliquidfilm.org/ ) Winamp লিনাক্স অলটারনেটিভ এর নাম Audacious ( http://audacious-media-player.org/Main_Page ) Amarok ( http://amarok.kde.org/ ) XMMS ( http://www.xmms.org/ ) windows নাম Windows Media Player লিনাক্স অলটারনেটিভ এর নাম KPlayer ( http://kplayer.sourceforge.net/ ) VideoLAN ( http://www.videolan.org/ ) xine ( http://xinehq.de/ ) mplayer ( http://www.mplayerhq.hu/design7/news.html ) windows নাম Windows Movie Maker লিনাক্স অলটারনেটিভ এর নাম PiTiVi ( http://www.pitivi.org/wiki/Main_Page ) LiVES ( http://lives.sourceforge.net/ ) Open Movie Editor ( Click This Link ) Avidemux ( http://fixounet.free.fr/avidemux/ ) Cinelerra ( http://cvs.cinelerra.org/ ) kdenlive ( http://kdenlive.sourceforge.net/ ) windows নাম WinIso লিনাক্স অলটারনেটিভ এর নাম ISO Master ( http://littlesvr.ca/isomaster/ ) KIso ( http://kiso.sourceforge.net/ ) windows নাম WinMerge লিনাক্স অলটারনেটিভ এর নাম KDiff3 ( http://kdiff3.sourceforge.net/ ) Meld ( http://meld.sourceforge.net/ ) xxdiff ( http://furius.ca/xxdiff/ ) Kile ( http://kile.sourceforge.net/ ) windows নাম WinTV লিনাক্স অলটারনেটিভ এর নাম XdTV ( http://xawdecode.sourceforge.net/ ) tvtime ( http://tvtime.sourceforge.net/ ) windows নাম WS_FTP লিনাক্স অলটারনেটিভ এর নাম gFTP ( http://gftp.seul.org/ ) FireFTP ( http://fireftp.mozdev.org/ ) windows নাম Zbrush লিনাক্স অলটারনেটিভ এর নাম SharpConstruct ( http://sharp3d.sourceforge.net ) এই হল মোটামুটি একটা লিস্ট। এর বাহিরেও আরও অনেক আছে। আসলে অপেন সোর্স এর শেষ নেই। আপনাদের আরও জানা থাকলে যোগ করতে পারেন।

ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আগের পোস্ট গুলোর লিঙ্ক Windows সফটওয়্যার এর লিনাক্স একুইভালেন্ট/অল্টারনেটিভ (১ম কিস্তি) Windows সফটওয়্যার এর লিনাক্স একুইভালেন্ট/অল্টারনেটিভ(২য় কিস্তি ) Windows সফটওয়্যার এর লিনাক্স একুইভালেন্ট/অল্টারনেটিভ(৩য় কিস্তি )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.