আমাদের কথা খুঁজে নিন

   

আমার হজ্বের দিনগুলি- ০৩ (হজ্ব ২০০৭)

বুকের ভেতর বহুদূরের পথ.........

গেষ্ট হাউস এহরাম বাঁধা অবস্থায় উঠেছিলাম উত্তরার গেষ্ট হাউসে। ওখানে দেখলাম আরেক দল হাজী। এরা সবাই মীকাত ইন্টারন্যাশনালের। আর কয়েক জন ছিল প্রবাসী বাংগালী, ছুটি শেষে কাজে ফিরছে। আমরা একরুমে ৪ জন ছিলাম।

গেষ্ট হাউসের সুযোগ সুবিধা ভালই ছিল। দুপুরের খাবার পর তৈরী বিছানা দেখে শুয়ে পড়লাম সাথে সাথে। হঠাৎ মনে পড়ল সেলাই করা কাপড় তো পড়া নিষেধ, কম্বল সরিয়ে ফেললাম। তবে শীতে বেশ কষ্ট হচ্ছিল। এই অবস্থায় আধো ঘুম আধো জাগরনে সময় কাটছিল।

বেশ গল্প গুজব হচ্ছিল প্রবাসী ছেলে গুলোর সাথে। ওরা প‌্রায় সবাই হজ্ব করেছে, অনেক টিপস পাওয়া গেল। একট নতুন জিনিস জানলাম, ফ্লাইট মিস করার ভয়াবহতা। এই প্রবাসীদের ছুটি শেষ হলে কোন ভাবে যদি ফ্লাইট মিস হয় তাহলে চাকরী খোয়াতে হয়। যা হোক রাত প্রায় ৩ টার দিকে আমাদের সবাইকে ডাকা হল।

মাইক্রো করে আবার এয়ার পোর্ট। বিমান চলে এসেছে। আমরা রুমমেটরা সিদ্ধান্ত নিলাম বিমানে এক সাথে বসবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।