আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটের শাহবাগ স্কয়ার চৌহাট্টা থেকে আসলাম: রাজাকারের ফাসি চাই (ছবি দেখুন)

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! সিলেটের মতো জায়গায় রাজাকারের ফাঁসির দাবীতে এতো বড় জনসমু্দ্র ভাবাই যায় না। আজ ইতিহাসের সাক্ষি হলাম। প্রথম দিকে অতো মানুষ ছিল না। কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমরা কয়েকজন চৌহাট্টা শহীদ মিনারের সামনে বসে পড়ি। সাংস্কৃতিক জোটের অনেকেই আমার চেনা।

কিন্তু আজ সবাই এসেছি ফাসির দাবী নিয়ে। একাত্তরের ফাঁসির দাবী। সময় গড়ায় পিলপিল করে মানুষ বাড়ে। এতো মানুষ দেখে খুশিতে কি যে করব ভাষা খুঁজে পাই না। চলছে গন সঙ্গীত।

বিচারপতি তোমার বিচার করবে তারা, আজ জেগেছে এই জনতা ধর ধর রাজাকার ধর দাম দিয়েছি কিনেছি বাংলা জয় বাংলা বাংলার জয় হঠাৎ করেই শাবিপ্রবির একদল নিয়ে হাজির জাফর স্যার। ওরা এসেই রাস্তায় আঁকা শুরু করল কার্টুন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরাও সবার সাথে শ্লোগান, গান হাত তালি। জনতার স্রোত সামলাতে না পেরে জিন্দাবাজার চৌহাট্টা রোডটা বন্ধ হয়ে যায়। রিকশা থেকে মানুষ নেমে এসে এসে রাস্তায় বসে পরছে।

রাত হয়ে আসছিল, পাল্লা দিয়ে বাড়ছিল মানুষের স্রোত। ছাত্র-ছাত্রী আসল, শিক্ষক-শিক্ষীকা আসল, গায়ক-গায়িকা আসল, অভিনেতা-অভিনেত্রী আসল, শিশু-কিশোর-যুবা-বৃদ্ধ আসল, নেতা আসল কর্মী আসল। শ্লোগানে শ্লোগানে মুখরিত চৌহাট্টার রাজপথ!! দাবী একটাই-রাজাকারের ফাঁসি চাই !! চলুন কিছু ছবি দেখি: এটা বিকালের ছবি আমরা বসে গেলাম রাস্তায় আস্তে আস্তে মানুষ বাড়ছিল কেউ কেউ এসেছিল কার্টুন ব্যানার নিয়ে শাবিপ্রবি থেকে বড় একটা শিক্ষার্থীদের দল জাফর স্যার কে নিয়ে চৌহাট্টায় আসে এটা সিলেটের ব্যাস্ততম রাস্তা জিন্দাবাজার টু চৌহাট্টা। মুহুর্তেই বন্ধ । মানুষ রিকশা থেকে রাস্তায়।

চলছিল গণ সংগীত বিকাল গড়িয়ে সন্ধ্যা, তবু গলায় শ্লোগান-রাজাকারের ফাঁসি চাই রাজপথে চলছে রাজাকারের ভয়ংকর মুখের কার্টুন আঁকা আমরা রাজাকারের মুখে জুতা মারছি বিকাল গড়িয়ে সন্ধ্যা হল, জাফর স্যার বসে আছেন সাংগ পাংগ নিয়ে। লোকটা পারেও। মাইকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মী হিসেবে আমিও কথা বললাম রাত গভীর হতে চলল। আমরা মোমবাতি জ্বালিয়ে রাস্তায় বসে আছি প্ল্যা-কার্ড ধরে আরো ছবি দেখুন গতকাল ক্যাম্পাসে আমরা রাজাকার কাদের সহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নগ্ন পায়ে আলোর মিছিল করেছি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।