আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটের পথে পথে............লালাখাল

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

আজ আমি সিলেটের আর একটি নয়নাভিরাম দর্শনীয় স্থানের কথা বলব। বাইরে থেকে যারা আসেন শুধু তারা না, শহরের স্থানীয় অনেকেই এই জায়গাটির খোঁজ জানেন না। এটি সিলেট শহর থেকে জাফলং যাবার ঠিক মাঝ পথে পড়ে। খুব সস্তায় সারাদিন নৌকা ভ্রমন এর চেয়ে ভাল করে কোথাও বোধায় সম্ভব নয়।

যদি সবুজ চা বাগান, সাথে সবুজাভ বিশুদ্ধ পানিতে কোলাহল মুক্ত নৌকাভ্রমন করতে চান, তবে কারও দেরি করা উচিত হবে না। আপনাদের জন্য কিছু ছবি যুক্ত করলাম। নদীপথে সারিঘাট এলাকা থেকে লালাখালে যাবার সময় এ রকম দৃশ্য দেখা যাবে। মূল নদীর শান্ত পানিতে নৌকা ভ্রমন। লালাখালে একটি বাংলো, একটি সরকারী কোয়াটার, চা ফ্যাক্টরী আছে।

অবসর সময়ে এক চা শ্রমিক কুটির শিল্পে ব্যস্ত। এটি লালাখালের চা ফ্যাক্টরী। ভেতরে যেতে বিশেষ অনুমতি লাগবে। এরকম অনেক ছোট ছোট পাহাড়ী খাল মূল নদীতে গিয়ে মিশেছে। গহীন জঙ্গলে এভাবেই বৃক্ষনিধন।

দেখার কেউ নেই। ফেরার পথে বৃষ্টির পর শান্ত নদী কখনও কখনও এভাবেই ভয়ঙ্কর হয়ে ওঠে। বিদ্র: #যাতায়াত ব্যবস্থা ভাল। #সারিঘাট থেকে নৌকা ভাড়া জন প্রতি ২৫ টাকা লাগে। #সারিঘাটে বিশুদ্ধ খাবার পানি পাওয়া যায়।

#সারিঘাটে নাস্তা খাবার মত যথেষ্ট খাবার দোকান আছে। #লালাখাল গিয়ে শেষ সীমানায় না যাওয়া ভাল। বি.এস.ফ মাঝে মাঝে ঝামেলা করে। আমার দেখা এমন একটি জায়গা, যেখানে বার বার যেতে ইচ্ছে করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।