আমাদের কথা খুঁজে নিন

   

দেবী বিসর্জনের করুন তিথী................................

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

চারদিকে নাগিনীর বিষাক্ত পরিবেশ। মায়া নেই, মমতা নেই.............. নেই কারো প্রতি কারো অবিচল বিশ্বাস................. আর ভালোবাসা যেনো বৈশাখের কোন ঝড়ে মুছে নিয়ে গেছে.............. অবশিষ্ট যতটুকু আছে তার অন্তরালে রয়েছে প্রতারনা আর ছলনা.......... তবুও জীবন থেমে থাকেনি........... পথ চলতে চলতে পেয়েছিলাম তোমার দেখা.................. তারপর অজানা পথের দুয়ার খুলে ছুটে চললাম স্বপ্নিল সেই পরিবেশে................ যেখানে দুঃখ নেই, কান্না নেই, না পাওয়ার বেদনা নেই...................... আছে শুধু নীলিমার মনোমুগ্ধকর সমাবেশ............................ যেখানে পড়ন্ত দুপুরে ঘুঘুর আওয়াজ শোনা যায়.................... যেখানে হাসনাহেনার সুশোভিত ঘ্রাণে ব্যাকুল হয় চিত্ত............... কিন্তু হায় নিয়তি আমার.......................... হায় ভাগ্যের নির্মম পরিহাস................ দিগন্ত বিস্তৃত সবুজ শ্যামলীমার মতো যেখানে ছড়ানো ছিলো আমার মন, সেখানেই হঠাৎ তুমি থমকে গিয়েছ বজ্রপাত হয়ে ফলশ্রুতিতে নিহত হলো আমার চিরসবুজ শিশু অভিলাষ। হাসির আড়ালে ব্যার্থতার ব্যাথাভারে মূহ্যমান আজ আমার দেবী বিসর্জনের করুন তিথী................................ শুভেচ্ছা নিও। সাথে রাত্রি শেষে পুষ্প সুরভিত প্রভাতের কুয়াশা শিক্ত মালতির একরাশ শুভেচ্ছা............................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।