আমাদের কথা খুঁজে নিন

   

ভাবনায়- পথিক (! )-০২

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

[এ আমার অনিয়ন্ত্রিত ডায়েরীর মত , দিনলিপি না হলেও তার সূক্ষ্মতম কোন উপাদান যেমন ধরুন ঘন্টা , মিনিট বা আরও সূক্ষ্ম - সেকেন্ড এর লিপি, যেখানে কেবল বাস্তবতা নয় কল্পনাও বিস্তর সত্য ] সন্ধ্যা থেকে আজ কষ্টের চোরাবালিটির পাশ্ব টান বেড়েছিল একটু বেশিই ... সেই টানের নোনা ব্যাথার উপর কাল্পনিক মলম লেপে দেয়ার মিছে পায়তারায় কাটছিল সময় টিভিতে চ্যানেলের বৈচিত্রময় অনুষ্ঠানগুলো একটার পরা একটা ঘোরাতে ঘোরাতে অনেকবার দেখা ইশক ছবিটার মাঝে দৃষ্টি আটকে যেতে চাইছিল, আটকাতে দিলাম, ওখানেও সেই ভালবাসর কষ্ট আর কষ্ট মিলে কিছু ছুটকো কাহিনী, যদিও সবশেষে সেই নাটকীয় মিল ঝুল। তবুও দেখতে ভাল লাগছিল কষ্টের চোরাবালির টান এ যে বেদনা তার প্রকট প্রভাব থেকে মুক্ত থাকা যাচ্ছিল রাগ হচ্ছিল নিজের প্রতি এবং তার ও প্রতি, কেনো জেনে শুনে কষ্টটার মাঝে ঘি একটু বেশী করেই ঢালে? বুঝি , তবুও রাগ হয়না, সেই এক অপরাধে সব রাগ মাটি হয়ে যায় ভূগর্ভস্থ আকর্ষনে। উচাটন মনে ডিনার গ্রহণের সময় ডাইনিং রুমে টিভিতে চলছিল ....দেখলাম দেখেছে আম্মু আর গৃহসহায়ক সহায়িকা ছেলে মেয়ে দুটি জি বাংলায় নতুন শুরু হওয়া সারেগামা গানের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান যেখানে এবার আনা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধি সব প্রতিযোগীদের আমি অবাক না হয়ে পারিন , সেই সব অন্ধ ছেলে মেয়েগুলো কি অসাধারণ গাইলো..... ভাবনা দ্রুত বিস্তৃত হতে চাইল...- আরে ওরাতো দেখতেই পারেনা....কি ভীষন কষ্ট ওদের , কি ভীষণ। সকালে সে আমারে বলেছিল আমার এসব ঢং, এর চেয়ে কত কষ্টই তো আছে কত জনের... কিন্তু ওই না দেখতে পাওয়া ছেলমেয়েগুলোর কষ্ট কি সব ছাড়িয়ে আরো বেশি নয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।