আমাদের কথা খুঁজে নিন

   

চোখ দিয়ে প্রেগনেন্ট করে দেব....

ফ্রেমে ফাগল....

তৃনা যখন চুল আঁচড়ায় তখনই সে বুঝতে পারে চুলের পিছনে তার আরও যত্ন নেয়া উচিৎ যদিও পরক্ষনে সে বিষয়টি ভুলে যায়। কিছুদিন ধরে তার এক প্রকার ভুলে যাওয়া রোগ দেখা দিয়েছে। শুধুই নিজের ব্যাপারে ভুলে যাওয়া রোগ। এইতো কয়েকদিন আগে সে ভুলে গিয়েছিল যে তার নয় দিন গোসল করা হয়নি, তার মা রেহানা বেগম যখন মেয়ের গায়ে বোটকা গন্ধ পান তখন তাকে গোছল করতে বললে তার মনে পড়ে সে শেষ কবে গোসল করেছিল। নিশ্চয়ই মিজানও ব্যাপারটা টের পেয়েছিল হয়তো তৃনা লজ্জা পেতে পারে বলে সে বলে নি।

তৃনার এধরনের কর্মকান্ড মানসিক কি-না এব্যাপারে যে সন্দেহ তৈরী হয়েছিল মিজান অবশ্য তা দুর করে দিয়েছে। তবে একথা সত্যি যে বেশীর ভাগ প্রতিভাবান বা প্রতিভাময়ী মানুষ কিঞ্চিত অগোছালো এবং মনভোলা প্রকৃতির হয়ে থাকে। তৃনার অবশ্য নিজেকে বেশ প্রতিভাময়ী মনে হয়। ডাবল প্রটেকশন স্যানিটারি ন্যাপকিনের যে ডিজাইন সে করেছিল তা ওয়ার্ল্ড উইমেন ফেডারেশনের মতো আন্তর্জাতিক সংস্থার পুরস্কার জেতে। প্রথম খন্ড শেষ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।