আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য



একটি মানুষের জন্ম তারিখ কবে তা নিশ্চয় সকলেরই জানা থাকে কিন্তু আমাদের ভাবীজান তথা খালেদাজিয়ার তিনটি জন্ম তারিখ বিষয়টি বরই হাস্যকর এবং তথাকতিত রুপকথার গল্পকেও হার মানায়। এই বিভ্রান্তকর জন্ম তথ্য নিয়া দেশনেত্রীর ছলকলা খেলা খালেদা জিয়ার জন্মটাকেই প্রশ্নবিদ্দ্ব করেছে। আমার ব্লগার বন্দ্বু"রাফা"এর নিন্মোক্ত তথ্যগুলো কিন্তু উনার মনগড়া নয়। এই তথ্যগুলো ভাবীজানের জন্ম তারিখ সংক্রান্ত আমলনামা: ১। এস এস সিতে পরিক্ষার্থি হিসাবে যে ফরম পুরন করে ছিলেন তাতে আপনার জন্মদিনের তারিখের স্থানে লেখা আছে ১৯৪৭ সনের ৫ই সেপ্টেম্বর।

(কৃতকার্য হন নাই ) ২। জিয়াউর রহমানের সাথে বিয়ের সময় নিকাহ্‌ নামাতে আপনার জন্ম তারিখের স্থানে লেখা আছে ১৯৪৭ সনের ৯ই আগষ্ট। (বিবাহিত জিবনের শুরুই মিথ্যা দিয়ে ) ৩। প্রধান মন্ত্রী থাকা কালিন যে পাসপোর্টের ফরম পুরন করেছেন সেখানে লেখা আছে সেপ্টেম্বর ১৯৪৭ (নির্দ্দিষ্ট কোন তারিখ নেই )। (আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শনের চুরান্ত নমুনা ) ৪।

ভোটার তালিকা ভুক্তির ফরম-এ লেখা হলো ১৯৪৭ সনের ১৫ই আগষ্ট। (শোক দিবসকে অবমাননা করার জন্যই ) জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া দেশনেত্রীর কাছ থেকে জাতি আজ কি আশা করতে পারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.