আমাদের কথা খুঁজে নিন

   

হুজুগে বাঙ্গালী একটু হুজুগ ছাড়...জামাত-শিবির নিষিদ্ধের আন্দোলনও কর

তুমি বল! তোমার প্রতিপালক প্রভুর পক্ষ থেকে পূর্ণ সত্য সমাগত, অতএব কেউ চাইলে ঈমান আনতে পারে আবার কেউ চাইলে অস্বীকারও করতে পারে। (সূরা আল্-কাহাফ: ৩০) আন্দোলনের মাস ফেব্রুয়ারীতে বাঙ্গালী জাতি আজ একই সুরে...শাহবাগ স্কয়ারে। মূল ইস্যু মিরপুরের কসাই কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি - মৃত্যুদন্ড। প্রতিটি মিডিয়াতে সেই সুরের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি অবিরাম। এত বিশাল আন্দোলন এ জীবনে আর কি কখনো দেখেছি? ব্যবসায়ের ছাত্র হিসেবে প্রতিটি বিষয়েই খুজি Productivity অর্থাৎ সুযোগর সর্বোচ্চ ব্যবহার।

কিন্তু হায়! এ কি! কিছুদিন পূর্বেও জামাত-শিবিরের তান্ডবে অতিষ্ট মানুষের মুখে জামাত-শিবির নিষিদ্ধের যে গর্জন উঠেছিল, আজ সেই গর্জন কেন অস্তিত্বহীন? এখনই তো সময় - গর্জে উঠো বাংলাদেশ। এত বড় আন্দোলনের ইস্যু কি শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকবে "কাদের মোল্লার মৃত্যুদন্ড চাই" যতটুকু জেনেছি, কাদের মোল্লার শাস্তি বৃদ্ধির বিষয়টি আইনগতভাবে বাস্তবায়ন খুবই জটিল প্রক্রিয়ার অধীন একটি বিষয়। একমাত্র উপায় ৪ নম্বর অভিযোগটি নতুন করে প্রমাণের মাধ্যমে মৃত্যুদন্ড দেওয়া। যাই হোক, আমার ভয় হয়, যদি কোন কারণে এটা সম্ভব না হয়? তবে কি এত বড় আন্দোলন বৃথা যাবে? যাবে না, যেতে পারে না.... আমার মনে হয় এই আন্দোলনের দ্বিতীয় দাবী হওয়া উচিৎ ৭১ এর ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের সংগঠন "জামায়াতে ইসলামী" কেও বিচারের মুখোমুখি করানো। তৃতীয় দাবী হওয়া উচিৎ জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী।

যদি কোন কারণে প্রথম দাবী ব্যর্থও হয়, তবু দ্বিতীয় ও তৃতীয় দাবী ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। সম্মানিত পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কি চান বাংলাদেশের অবস্থা বর্তমান পাকিস্তানের অনুরূপ হোক? আশা করি স্বাধীনতার পক্ষের কেউই তা চান না। কিন্তু এটা কি জানেন পাকিস্তানের বর্তমান অবস্থার কারণ কি? এর অন্যতম কারণ জামাতে ইসলামীকে ঐদেশে বিশেষ সুযোগ দেওয়া হয়েছে - যার পরিণাম বর্তমান বিধ্বংসী দেশ পাকিস্তান। কিন্তু যেদেশের বিশ্বখ্যাতি পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ...সেই দেশ এর অবস্থা পাকিস্তানের অনুরূপ হবে, আমি তা কখনই আশা করতে পারি না। তাই এখনই সময় রুখে দাড়ানোর।

অতএব দেরি না করে আসুন জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবীকেও আমাদের আন্দোলনের অন্তর্ভূক্ত করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।