আমাদের কথা খুঁজে নিন

   

প্রজন্ম চত্বর সমাচার !!

ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। । '৫২ দেখিনি । দেখিনি '৭১ । প্রজন্ম চত্বর দেখেছি ।

মুক্তিযোদ্ধা হবার এই সৌভাগ্য আর বোধ হয় পাবো না । আপনি একা মানুষ । এক মায়ের সন্তান । হয়তো বাসা থেকে না যাবার চাপ আছে । আপনার মতো একজন না গেলে খুব বেশি ক্ষতি হবে না সংগ্রামের ।

আবার আপনার মতো একজনের অংশগ্রহণও আন্দোলনে খুব বেশি প্রভাব ফেলবে না । কিন্তু জেনে রাখুন, আপনার মতো একেক জন মায়ের সন্তানেই আজ প্রজন্ম চত্বর হাজার মানুষের প্রাণের দাবী আদায়ের ক্ষেত্র । আপনার মতো একেক জনের স্বপ্ন নিয়েই গোটা জাতির সাধ সাধ্যে মোড় নেয় । জীবন যৌবনের কী দাম যদি তা স্লোগানের তালে কণ্ঠ না মেলাতে পারল ?? একবার বেরিয়ে আসুন, তারুণ্য আপনাকে ফিরতে দেবে না, পাপ কাজে আর মন ও বিবেকের দ্বন্দ্ব পাবেন না, দেখবেন রক্ত কথা বলছে...অনবরত দাগিত দিচ্ছে...জীবন আর যৌবনের । ।

যাই চান, তাতে আত্মতৃপ্তিই তো সন্ধান করেন !! ওর নিশ্চয়তা আরও লাখো তরুণেরা দিচ্ছে...!! দেখা হবে বিপ্লবে, কথা হবে প্রতিবাদ আর স্লোগানে...! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.