আমাদের কথা খুঁজে নিন

   

আমার হজ্বের দিনগুলি- ০১ (হজ্ব ২০০৭)

বুকের ভেতর বহুদূরের পথ.........

অনেকেই হজ্বে যাচ্ছেন। যাওয়ার পথে আরো অনেকে। তাই ভাবলাম, আমার হজ্বের দিনগুলার কথা লিখি, হয়তো অনেকের উপকার হবে। আমি হজ্বে যাই ৩২ বছর বয়সে। নিতান্ত মধ্যবিত্ত ঘরের সন্তান।

মোটামুটি ভাল বেতনের একটা চাকরী করার কারণে ২ বছরে কিছু টাকা জমেছিল হাতে। বিয়েও করিনি তখন। সিদ্ধান্ত নিয়ে ফেললাম। মা ছাড়া কেউ সাপোট করলোনা। যাওয়ার আগে একটা চমৎকার ঘটনা ঘটলো, আমার এম বি এর সমাবর্তন অনুষ্ঠান হলো।

ডিসেম্বরের ১০ তারিখ রওয়ানা হলাম, আমার প্রথম বিদেশ ভ্রমণ, প্রথম বিমান ভ্রমণ, প্রথম হজ্ব। আমার প্রথম টিপস, বাসা থেকে এহরাম বেধে বের হবেন না। বিমান বন্দরে অনেক দেরী হতে পারে, তখন এহরাম বাধা অবস্থায় খুব কষ্ট হয়, সবচেয়ে বড় কথা এহরামের নিয়ম কানুন গুলো মেনে চলা যায় না। আমরা বিমান বন্দরে প্রায় ২৪ ঘন্টা বসে ছিলাম। ঠিক বিমানে উঠার আগে এহরাম বাধাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।