আমাদের কথা খুঁজে নিন

   

সুস্থ্য থাকতে চাইলে বিশেষ কিছু মোবাইল কল হতে সর্তক থাকুন...!!!

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

মোবাইল ফোন ব্যবহারের ফলে সৃষ্ট বিভিন্ন রোগের কথা আমরা জানি। তবে মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলেই যে এসব রোগ হবে তা আমার মনে হয় না। কারন ৫/১০ টি কলই যথেষ্ট আপনাকে অসুস্থ্য করতে।

কি বিশ্বাস হচ্ছে না ??? তাহলে গতকালের অভিজ্ঞতা হতেই বলছি... ... অপরিচিত একটি নাম্বর হতে ফোন আসলো যথারীতি ধরে সালাম দিলাম আর ওপাশ হতে জবাবের পরির্বতে কুরআন তিলোওয়াতের মত করে শুরু হলো অকথ্য ভাষায় গালাগালি। দু'এক লাইন শুনে বাধ্য হলাম ফোনের ভলিউম কমিয়ে পাশে রেখে দিতে। প্রায় আট মি: পরে লাইন কাটলো বুঝতে পারলাম ওর স্টক শেষ। তবে দীর্ঘ সময় ধরে গালাগালি করার রের্কড সময়টা আমার জানা নেই। তবে এরকম অকথ্য গালাগাল শুনলে যে কোন ভদ্র মানুষের পক্ষে সুস্থ্য থাকা সম্ভব নয়, আর দুর্বল চিত্তের হলে হার্টএ্যাটাক করার সম্ভাবনা ও উড়িয়ে দেওয়া যায় না।

আর যারা এ রকম অকথ্য ভাষায় গালাগালি করতে পারে তারা কখনো সুস্থ্য মস্তিস্কের হতে পারে না। আর এরকম কিছু কল আসতে থাকলে আপনার আচরনেও পরির্বতন আসতে পারে তখন আপনিও সুস্থ্য মস্তিস্কের থাকবেন না। যাইহোক কোন কারন ছাড়ই কে, কেন আমাকে গালাগাল দিল আমি জানিনা। আর আমি ওর গালাগালির বিপরীতে কোন উত্তর দিতে পারিনি। ঠিক বুঝতে পারলাম না এটা কি আমার ব্যর্থতা নাকি ও রকম অকথ্য ভাষায় গালাগালি করতে পারার মাঝেই স্বার্থকতা...???


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.