ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........
মাননীয় সেক্টর কমান্ডার গন জাতির সব চেয়ে সম্মানের ও শ্রদ্ধার পাত্র আপনারা। আপনাদের যোগ্য নেত্রিত্বের জন্যই আজ আমরা স্বধিন। কিন্তু দুর্ভাগ্য ৩৮ বছর পর আমাদের আজো সেই বিষ সাপ দের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হচ্ছে।
আজ জাতী্য সশস্ত্র বাহীনি দিবসে ৭১ ঘাতক নিজামি সহ অনেক যুদ্ধাপরাধি আমন্ত্রিত ছিল। হাসিনা খালেদার সংলাপের আড়ালে যা ভাটা পরে গেছে।
সেই আমন্ত্রন কে কেন্ত্র করে আজ অনুষঢ়ান বর্জন করেছেন আমাদের বীর সেক্টর কমান্ডার রা।
কিন্তু আমার ব্যাক্তিগত মত এটি একটি আত্নঘাতি সিদ্ধান্ত!
আপনাদের ত্যাগ ও সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ। ৭১ এর ঘাতক দের কোন স্থানে অবস্থান এর জন্য বাংলার কোন স্থানে আপনারা অনুপস্থিতি তাদের বিজয়। বরং আমার মত আপনারা আজ অনুষ্ঠানে যোগ দিয়ে আরো বলিষ্ঠ ভুমিকা রাখতে পারতেন।
আজ বহু বছর পর হাসিনা খালেদা এরশাদ সহ সকল প্রধান ব্যাক্তি বর্গ এক ছাদের নিচে ছিলেন।
জাতির বীর সেনা হিসাবে এই অনুষ্ঠানে আপনারা কথা বলতে চাইলে কেও আপনাদের বারন করতে পারত না। কারন আজকের এই সশস্ত্র বাহীনী আপনাদের হাতেই গড়া। বরং আজ এই অনুষ্ঠানে আপনারা সকলের কাছে আগামি নির্বাচন সহ ভবিষ্যত সরকার গুলির প্রতি আপনাদের আহবান প্রকাশ ও তাদের উপর নৈতিক চাপ প্রয়োগ করতে পারতেন।
যুদ্ধাপরাধিদের অবশ্যই বর্জন করতে হবে,কিন্তু তার জন্য নিজ দেশ কে পর করে জাতীয় অনুষ্ঠান বর্জন নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।