আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় সংসদ নির্বাচন কি এতটাই জরুরী?



বিগত দুই বৎসরকাল দেশের কথিত শুভার্থী-হিতার্থীদের গনতন্ত্রের জন্য ব্যাকুলতা সবার নজরেই এসেছে। দেশের মঙ্গলের জন্য তাদের আর্তচিৎকার তারা দেশের সীমানা পেরিয়ে লন্ডন-নিয়ইয়র্ক পর্যন্ত পৌছিয়ে দিয়ে এসেছেন। এটাও কারো অগোচরে নেই। কোন সন্দেহ নেই সাত কিংবা দুই বৎসরের অনাহারী উদরকে পূর্ণ করাই তাদের মায়াকান্নার আসল রহস্য। কিন্তু আমরা সাধারণ জনগন কেন তাদের সুরে সুর মিলাচ্ছি? নির্বাচিত সরকার এলেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে - এই আশায়? অতীতের দুসঃহ অভিজ্ঞতা-রক্তারক্তি আমরা এত তাড়াতাড়ি ভুলে গেছি - এ আমি কিভাবে বিশ্বাস করি!! রক্তগঙ্গায় আবার স্নান করতেই কি আমাদের এই দুর্বার আগ্রহ জাগলো? নাকি আমরা জেগে জেগেই স্বপ্ন দেখছি তারা সংশোধিত হয়ে গেছেন!!! গত দুই বৎসরে বাংলাদেশের শীর্ষ নেতানেত্রীদের কোন পরিবর্তন হয়েছে? উত্তরটা হচ্ছে হয়নি।

তারা দলবাজির উর্ধ্বে উঠতে পেরেছেন? পরিবারতন্ত্রের উর্ধ্বে উঠতে পেরেছেন? দুর্নীতিমুক্ত হতে পেরেছেন? দুর্নীতিবাজদের কাছ থেকে দূরে সরতে পেরেছেন? পারেননি। তাদের শাসনকালে তারা যে ভুলগুলো করেছেন, তা স্বীকার করার মত মানসিকতা কী তাদের এসেছে? না তাও আসেনি। দুর্নীতিবাজ মন্ত্রীরা আবার তাদের পাশে স্থান পেয়েছেন। ক্ষমতায় এসেই তারা আবার মানুষের রক্ত ঝরাতে শুরু করবেন। ক্ষমতার চুড়ান্ত অপব্যবহারের মধ্য দিয়ে সুধাসদনগুলোর ভিত্তি আরো মজবুত করবেন।

পুনরায় সেই দুঃশাসনের রাজ্যে না ফিরে বর্তমান সরকারকে যত বেশীদিন সম্ভব ক্ষমতায় থাকতে দেওয়া উচিত - এটাই হওয়া উচিত সকলের দাবী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.