আমাদের কথা খুঁজে নিন

   

গুজব: হিজবুত তাহরীর যিয়োনিষ্টদের স্যাবোট্যাজ এজেন্সি?

চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...

হিজবুত আর যিয়োনিজম নিয়ে আমার কিছু অবজার্ভেশন আছে, যেমন: '৪৮ এ ইসরায়েল হওয়ার ৫ বছর পর '৫৩ তে হি.তা. প্রতিষ্ঠিত হয় জেরুসালেমে। ইসরায়েল সে সময় তার সবচে' ঝুকিপূর্ণ শত্রু মনে করত (এখনো করে) মুসলিম জাতীয়তাবাদকে, যার বাস্তব রূপ একমাত্র খিলাফত থাকলেই দেখা যাবে। ইসরায়েল যে সময়গুলোতে বিশ্বরাজনীতিতে শক্ত সময় অতিবাহিত করেছে সে সময়গুলোতে হি.তা. জর্ডান, সিরিয়া আর মিশরে ক্যু করার চেষ্টা করেছে। বলাই বাহুল্য সেগুলো ব্যর্থ হয়েছে। ৮০ এর দশক থেকে চাপা গুজব ছড়িয়ে পরে হি.তা. একটি যিয়োনিষ্টদের সাপোর্টেড এজেন্সি। লক্ষ্যনীয় এ সময় থেকে হি.তা.'র মধ্যপ্রাচ্যে ও উত্তর আফ্রিকায় এর জনপ্রিয়তা ও প্রচার দ্রুত কমতে থাকে। পরবর্তীতে এটির কার্যক্রম পাশ্চাত্য কেন্দ্রিক হয়ে ওঠে যা বর্তমানেও চলছে। পাঠক, আপনাদের মনে কি ইসরায়েল আর হি.তা.'র সম্পর্ক নিয়ে কোন সন্দেহ জাগছে? প্রেরণা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।