আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেটি এখনও আমাকে এড়িয়ে চলে.......(১)

মনুষ্যত্ব, মানিবকতা এবং ভালোবাসা

সকলেরই নিজস্ব একটা জগৎ থাকে। আর এই নিজস্ব জগৎকে নিজের মত করে সাজাতে, নিজের মত করে গড়তে চেষ্টা করে সবাই। তবে সবাই যে সফল হয়, ব্যাপারটা এমন নয়। স্বপ্ন পূরণ না হওয়ার সেই ব্যর্থতা আমারও আছে। নিজের মত করে নিজের জগৎটাকে সাজাতে না পেরে আমি সেই ব্যর্থদের দলটাই ভারী করেছি।

ছেলেটি আমাদের একই গ্রামের। আমার দু'ব্যাচ সিনিয়র। চেহারা খুব একটা আহামরি কিছুনা, তবে নিঃসন্দেহে আবেদনময়ী। ভালো ছাত্র বা ভালো মানুষ হিসেবে তার সুনাম ছিল। তবে আমার স্বপ্নপুরুষ এবং প্রিয়,প্রিয়,প্রিয় হয়েছিল তার ব্যাক্তিত্ত্বের কারণে, স্মার্টনেসের কারণে।

তার হাটা চলা, কথা-বার্তা সবকিছুতেই অসাধারণ ব্যক্তিত্ত্বের ছাপ সুস্পষ্ট। (রবীন্দ্রনাথের হৈমন্তীর মত সবকিছু মিলাইয়া কি যে এক আকর্ষণ তাহা আমি বলিতে পারিনা) তার ব্যক্তিত্ত্ব আমাকে টেনেছে, তার প্রতি দুর্বল হতে উদ্বুদ্ধ করেছে, তাকে ভালোবাসতে বাধ্য করেছে। পারিবারিকভাবে আমরা কিছুটা ঘনিষ্ট ছিলাম, যেকারণে তাদের বাড়িতে যেতাম; সেও আসতো। ভালো ছাত্রী এবং সুন্দরী হিসেবে আমার একটা ইমেজ ছিল। সেটা ব্যাবহার করে তাকে মনের কথা বুঝাতে চেষ্টা করলাম।

প্রথমদিকে ব্যর্থ হলেও হাল ছেড়ে দিলাম না। নিজেকে অহংকারী মনে হতো, কারণ অনেক ছেলে আমাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করে আসছিল। নিজের রূপের মাধ্যমে তাকে কাবু করার নানা ফন্দি আটলাম। ভাগ্যক্রমে একদিন কিছুটা সময় তাকে একান্তে পেয়ে শ্রদ্ধা, ভক্তি, ভালোলাগা, ভালোবাসার কথা বললাম। আমার স্বপ্নপুরুষকে নিয়ে ভবিষ্যৎ গড়ার কথা বললাম।

নিজের সৌন্দর্যকে ব্যবহার করলাম। আবেগী হয়ে উঠলাম, দৃঢ় বিশ্বাস এবং প্রত্যাশা ছিলো ইতিবাচক ফিডব্যাক পাবো। কিন্তু ভাবনার সাথে বাস্তবতার যে কতটা অমিল, তা প্রথমবারের মত টের পেলাম। সবকিছু শুনে সে দৃঢ়ভাবে কতগুলো কথা বলল। কথাতে তার অসাধারণ ব্যক্তিত্ত্ব ফুটে উঠেছিল।

তারপ্রতি আমার শ্রদ্ধাবোধ শতগুণ বেড়ে গিয়েছিল। বাড়িতে এসে আমি একটানা কাদঁলাম অনেক্ষণ। প্রচন্ড রাগ হতে লাগলো তার অদ্ভুত যুক্তির প্রতি। কি এমন কাজের সাথে সে জড়িত যাতে পারিবারিক, সামাজিক এবং মানসিকতার দিক থেকে কোনো ধরণের বাধা না থাকা সত্ত্বেও সেই জিনিসটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাড়ালো????? আমি খোজ- খবর নেওয়া শুরু করলাম। ফলাফলে যা জানলাম তা অনেকটাই আমার কাছে বেমানান মনে হলো।

পারিবারিক এবং সামাজিকভাবে সামান্যতম বাধা না থাকলেও শুধুমাত্র সে ছাত্রশিবির করার কারণে আমার প্রস্তাবকে হাসিমুখে ফিরিয়ে দিয়েছিল। আমি অবাক হলাম, বিস্মিত হলাম। তবে আমি ছিলাম নাছোড়বান্দা। আমার স্বপ্নপূরণের জন্য অন্যভাবে এগুতে লাগলাম। (চলবে)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।