আমাদের কথা খুঁজে নিন

   

লালনের ভাষ্কর্য ভাংচুর, হুমায়ুন আহমেদ বনাম ইয়ুসুফ সুলতান

কবিতা পড়তে ভালবাসি............।

ধর্মকে অগ্রাধিকার দেবো নাকি যুক্তিকে?????? লালনের ভাষ্কর্য ভাঙ্গাকে আমি কোনোভাবেই সমর্থন করিনা। আর আমি জন্মসুত্রে যে ধর্মের অধিকারী বলে বিবেচিত সেটাও ভাষ্কর্যের বিরোধী নয়। কিন্তু ভাষ্কর্যটি ভাঙ্গার পর যারা একে বিরোধিতা করল, তাদের মধ্যে অনেক সত্যিকারের ইসলাম অনুরাগী ছিলেন। তাদের যুক্তি ছিলো পুজা করার মানসিকতা না থাকলে মুর্তি বা ভাষ্কর্য থাকা অন্যায় নয়। যুক্তিটি আমার খুবি ভাল লাগে এবং তাদের প্রতিটি লেখায় আমি প্লাস দিয়েছি। বিষয়টি জাতীয় পর্যায়ে মনোযোগ কাড়ে এবং প্রথিতযশা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এই নিয়ে একটি প্রবন্ধও লিখেন প্রথম আলোতে। গতকাল সেই প্রবন্ধটির পালটা হিশেবে একটি প্রবন্ধ লিখেছেন ইয়ুসুফ সুলতান ইনকিলাবে। Click This Link এখানে তিনি যুক্তির আলোকে দেখিয়েছেন যে ভাষ্কর্য ভাঙ্গা সঠিক এবং ইসলাম ভাষ্কর্যের পরিপন্থী। এখন আমার প্রশ্ন যারা সত্যিকারের ইসলাম অনুরাগী কিন্তু লালনের ভাষ্কর্য ভাঙ্গাও সমর্থন করতে পারছেন না, তারা কোন পক্ষ নিবেন, আবেগ, যুক্তি নাকি ধর্ম............?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।