আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াইল্ড বিস্ট এনার্জি ড্রিঙ্ক এর বেদনাদায়ক প্রচারণা ...এবং আমরা.........



আজ সকালের ঘটণা। বেলা তখন বাজে প্রায় ১১টা। ধানমন্ডি ৭ নাম্বারের দিকে যাচ্ছি। গ্রিন রোডে নর্দার্ন মেডিকেল কলেজের সামনে হঠাৎ হাতির ডাক শুনে চমকে উঠলাম!...তারপর শুলি কিছু বানরও হূপ হূপ করে চেচাচ্ছে। কিছুই মাথায় ঢুকলোনা!...সব তো আগের মতই আছে, দুই দিন আগে যেমনটা দেখেছিলাম!...তাহলে এই এলাকায় জংগল এলো কোথা থেকে??...আশেপাশে তাকালাম...হাতের ডাইনে তাকিয়েই শব্দের উৎস খুজে পেলাম।

একটা মাঝারি সাইজের পিক-আপের পেছনে একটা বিশাল সাইজের ড্রিঙ্ক ক্যান। নাম তার 'ওয়াইল্ড বিস্ট'। এনার্জি ড্রিঙ্ক। সেই ক্যান আবার খাঁচায় বন্দি করা!...যেন ওটা কোনো ক্যান নয়, আসলেই বন্য জন্তু। ...মনে মনে হাসিই পেলো!... ধানমন্ডির কাজ সেরে ইউনিভার্সিটি এলাকায় ঢুকবার পরই দেখি মুহসিন হলের সামনে যে মাঠটা রয়েছে, তার পাশে মেইন রোডে সেই ওয়াইল্ড বিস্ট এর গাড়ি।

এখানে আবার পিক-আপের সাথে সাথে একটা কালো মাইক্রোও দাড়িয়ে...তাও ভালো এখানে হাতি-বানরের দল ডাকাডাকি করছিলো ণা। কিছুক্ষণ পর ক্যাম্পাস শ্যাডোতে বসে আছি, হঠাৎ কান ঝালাপালা হয়ে যাবার যোগাড় হলো প্রচন্ড শব্দে। তারপর খেয়াল করে শুনে দেখি এইটা তো সেই বন্য জন্তু!...রেজিস্টার বিল্ডিং পেরিয়ে, মল চত্বর ঘুরে সেই প্রচন্ড শব্দময় জিনিসটা লাইব্রেরির সামনে গিয়ে থামলো। একটা নতুন দ্রব্যের প্রচরনা চলছে। ভালো ক্কথা!...এত হই হট্টগোল না করে সুন্দর করে কি করা যায়না??? এম্নিতেই প্রতিদিন ট্রাফিকের প্যা-পো শব্দ শ্রবনযন্ত্রের প্রায় বারোটা বাজিয়েই দিচ্ছে, এই জাতীয় হইচই শব্দগুলোও যখন তার সাথে সংযুক্ত হয়, তখন স্নায়ুতে প্রচন্ড চাপ পড়ে।

এটা যে আমাদের সামগ্রিক শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য কতটা ক্ষতিকর তা কি কর্তৃপক্ষ ভেবে দেখে??... রাস্তায় যখন অসভ্যের মত গাড়িগুলো হর্ন বাজায়, অথচ দেখেও দেখেনা যে সামনের বাহনটার কোথাও এগিয়ে যাবার উপায় নেই, তখন খুব জিদ চেপে যায়। মনে হয় গাড়ির ভেতরের লোক্টাকে বের করে সামনের রিকশায় বসিয়ে হর্ন বাজিয়ে শুনাই কেমন লাগে । একটু সচেতন হলেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাবা যায়। বিবেচকের মত চলা যায়। কিন্তু এটাও একটা ভাবনার বিষয় যে আদৌ সচেতন হবার জন্য এই মানুষগুলোর চেতনা আছে কি না!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.