আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় পরিচতির বিষয়টি হতে হবে বিভাজনের ঊর্ধ্বে

ক খ গ ঘ ঙ

জাতীয় পরিচিতির দুইটি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। ১। একটি জনসমষ্টিকে ঐক্যবদ্ধ করতে পারা এবং ২। একটি ঐক্যবদ্ধ জন গোষ্ঠিকে ভিন্ন জন গোষ্ঠি থেকে পৃথক ভাবে পরিচিত করে তোলা। রাষ্ট্রিয় পরিচিতি এবং জাতী্যতা সমার্থক নয়।

বিভিন্ন জাতি সত্ত্বার মানুষ যেমন একই রাষ্ট্রে বসবাস করে তেমনি একই জাতির মানুষ বিভিন্ন দেশে বসবাস করতে পারে। তবে একই রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক এর একটা জাতীয়তার অনুভুতি এবং জাতীয় পরিচিতি প্রয়োজন। কারন একই দেশের মানুষের ঐক্যবদ্ধ হতে হবে এবং ভিন্ন জন গোষ্ঠি থেকে পৃথক হিসাবে পরিচিত হতে হবে। এ কথাগুলো নতুন কিছু না, সবাই জানেন এবং মানেন। এ কারনেই মিসরের মানুষ আরব হলেও তাদের জাতীয় পরিচয় মিসরীয় আর ভারতে বসবাসকারী তামিলদের জাতীয় পরিচয় ভারতী্য।

আমরা যারা বাংলাদেশের নাগরিক তাদের জাতীয় পরিচয় কি হওয়া উচিত, বাংগালী না বাংলাদেশী? আমার তো মনে হয় প্রধান জাতীয় পরিচয় বাংলাদেশী - এ নিয়ে কারো ভিন্ন মত থাকার কথা নয়। কিন্তু প্রশ্ন হলো আমাদের অন্যতম প্রধান রাজনৈতিক দল এ বিষয়ে একমত নয় কেন? বাংগালীত্ব উপজাতীয় বাংলাদেশীদেরকে ঐক্যবদ্ধ করে না এবং আমাদেরকে ভারতীয় বাংগালীদের থেকে পৃথকও করে না। তার পরও এই মৌলিক বিষয়ে আমাদের ঐক্যমত নেই কেন? যদি কারো জানা থাকে, লিখবেন প্লিজ। [/sb জাতীয়তার বিষয়টি রাজনৈতিক ইস্যু হতে পারে না। একটা দেশের রাজনৈতিক দলের নাম জাতীয়তাবাদী হওয়া যেমন বান্ছনীয় নয় তেমনি কোন রাজনৈতিক দলের উচিত নয় জাতীয়তার পরিপন্থি হওয়া।

এই বিষয়টা থাকা উচিত এ সবকিছুর উর্ধে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.