আমাদের কথা খুঁজে নিন

   

বহুজাতিক নাম

আল বিদা

এক এলাকায় একই নামের কয়েকজন থাকলে তাদেরকে আলাদাভাবে চিনার জন্য কিছু বিশেষন যোগ করা হয়। এই শব্দ বা নামকে 'খেতাবী নাম' বলা হয়। আমাদের সময়ও এমন নামের কিছু ছেলে ছিল। খেলার মাঠে যাদের আলাদা আলাদা কিছু খেতাব দেয়া হত। 'বাবু' নামটা মনে হয় বাংলাদেশের সবচেয়ে কমন নাম।

অনেক সুন্দর নামের লোকদেরও দেখেছি কোন কারনে এই নামটা ছাড়তে পারে নি। রওনক নামে আমার এক বন্ধুকে সবাই বাবু নামে ডাকত। বাবু নামে অনেক লোক থাকাতে তাদের বিভিন্ন বিশেষন নামের আগে থাকত। আমি নিজে যতরকম বাবু দেখেছি তারা হচ্ছে - মোটা বলে মোটা বাবু, শর্ট বলে পিচ্চি বাবু, স্টাইলিশ বলে পাংক বাবু, বাপের তেলের আরত আছে বলে তেল বাবু, মিষ্টি করে কথা বলে তাই মধু বাবু ইত্যাদি। মোটা বলে মোটা রাজিব আর চিকন বলে চ্যাংরা রাজিব এমন কত নাম।

বেশী মিথ্যা কথা বলে তাই চিটিং মামুন আর অল্পতেই ক্ষেপে বলে কাচা মামুন। যার এমন নাম আছে তার যে খুব খারাপ লাগত তা না। তারাও কিছুদিন পর এই নামই মেনে নেয়। তবুও কেউ কেউ নিশ্চয়ই কষ্ট পেত। এখন মনে পড়লে খারাপই লাগে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.