আমাদের কথা খুঁজে নিন

   

শ্লোগানে মুখরিত হলো ঢাকা শহর

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

আজ অফিসে পৌছাতে একটু দেরীই হলো। তপ্ত রোদের মাঝে রাস্তায় অসহায় অবস্থা। এতে আর এখন খুব একটা বিচলিত হইনা। সব কিছু কেমন যেন গা সয়ে গেছে।

কারণ আর কিছুই না আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। চারিদিকে সাজসাজ রব। সবার মধ্যে একটু কৌতুহল। তবে আবার কারো কারো মধ্যে নিঃস্প্রভ একটা অনুভুতি দেখলাম। যেন এমনটা "কোন দিকে কোন খেয়ালই নেই।

" কিন্তু এবার আমি আমার আমার অবস্থানটা একটু বলি। আমি খুব সাধারন একটা মানুষ হওয়ার জন্য এগুলোতে তেমন খুব একটা আগ্রহ পাই না। হয়ত কখনও একটু উৎসাহী হয়ে এসবের খবর রাখি। তবে সমাজে মান সন্মানের সাথে পরিবার পরিজন নিয়ে টিকিয়ে রাখার জন্য সর্বদা টটস্থ থাকতে হয়, জীবিকার প্রয়োজনে মনোযোগী। শ্লোগানের শব্দে কিছুটা ঘোর কাটলো।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাথায় হলুদ, নীল, লাল কাপড়ের টুকরা বাঁধা যুবকদের রাস্তার এপাশ থেকে ওপাশে চলে যাওয়া দেখলাম। কয়েকটি জায়গার মিছিল দেখলাম। প্রায় সব মিছিলেই মানুষদের মাথায় ঐ কাপড়ের টুকরা বাঁধা দেখলাম। বুঝলাম না, বিভিন্ন রং কি অর্থ প্রকাশ করছে? একটু অনভ্যস্থ হয়ে পড়েছিলাম এই দুই বছর।

এই শ্লোগান গুলো কানে আসেনি। ভুলতে বসেছিলাম অনেকটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.