আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান...(তাৎক্ষণিক অনুভূতির উস্কে দেয়া দীপ)

বন্ধ জানালা, খোলা কপাট !
অঞ্জন দত্তের "বৃষ্টি" গানটি এখানে..তিন নাম্বার গানটি এখানে বৃষ্টিতে নদে বান ডাকে না । বৃষ্টিও আসেনা খুব । ফি বছর এক-দু'দিন অথবা তাও না । তবে নদের মতো হৃদয়ে বান ডাকে । খুব নষ্টালজিক হয় মন ।

বৃষ্টির বিন্দুকে ছুঁয়ে দিয়ে,বিন্দু বিন্দু বৃষ্টিতে নিজেকে জড়িয়ে নিয়ে নিজের গ্লানীগুলো ধুয়ে দিতে ইচ্ছে করে । বৃষ্টিস্নাত হয়ে দুর্বাঘাসের পথ ধরে হাঁটতে ইচ্ছে করে । যুগল খালি পা । হাতে থাকবে অন্য একটি হাত । খুব কোমল ।

তুলতুলে । ভালোবাসার । ভাঙ্গা বেড়ার ফাঁকের বৃষ্টির মতো , টিনের চালের ঝমাঝম বৃষ্টির মতো , দিঘী-পুকুরের পানির হৃদয় ফুটো করে বড় ফোঁটা বৃষ্টির মতো বৃষ্টি চলছে এখন ! হে প্রিয় দেশ ! আদ্র হৃদয় তবু খড়া টের পায় তোমার জন্য । মায়ের হাতে মাখা সর্ষে মাখা মুড়ি-চানাচুরের অভাবতো আছেই । গরম ধোঁয়া ওড়া ভুনা খিচুরী ঠিক এই মুহূর্তে বেঁচে থাকাকে আরো একবার অর্থবহ করে দিতে পারতো ।

মি স ই উ প্রি য় স্ব দে শ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.