আমাদের কথা খুঁজে নিন

   

বনসাই

বৃষ্টিতে হাঁটতে ভাল লাগে আমার কারন কেউ দেখেনা দুচোখের জল ধুয়ে যায় বৃষ্টিধারায়
সাধ্য ছিলো আকাশ কে ছোঁয়ার মাটির গভীরে সুপ্ত শিকড়ের ভালোবাসায় মাটির সাথে ঘর বাধার । ইচ্ছে ছিলো স্ব মহিমায় উদ্ভাসিত হয়ে মহীরুহের ছায়া হয়ে ধরনীর বুকে বেঁচে থাকার এক বটবৃক্ষের চারার ছিলো শুধু এইটুকু আকুতি স্ব মহিমায় উদ্ভাসিত হবার এতটুকু আকাংখা। স্বপ্ন বুনে যায় সে নয়নভিরাম শোকেসের কাঁচে চোখে রেখে দিনের পর দিন। নীল আকাশ কে ছোঁয়ার স্বপ্নে বিভোর হয়ে ছোট্ট এক বনসাই। আকাশ তার হয়নি ছোঁয়া আর , মাটির গভীরে ভালোবাসার ঘর বাঁধার অপরাধ তার এতটুকুই বটবৃক্ষ না হয়ে , হয়ে ছিল সে ছোট্ট এক বনসাই কবিতা লেখা অনেক কঠিন বিষয়গুলির একটি তবু মাঝে মাঝে কিছু দৃশ্য দেখে ছোট ছোট বোধের জন্ম নেয় মনের কোনে ।

কিছু একটা লিখতে মন চায় । সেই বোধগুলোকে সুন্দর কিছু শব্দের বেড়াজালে বাধতে মন চায় । এই লেখাটা কবিতা হয়েছে আমি তা দাবী করতে চাইনা কারন এখানে যারা কবিতা লেখে থাকে তারা এইটা আমার চেয়ে ভাল বুঝবেন । তবে আত্মপক্ষ সমর্থন করে বলতে চাই কিছুদিন আগে জানালার ধারে শোকেসের ভেতর এক বনসাই কে দেখে মনে হলে ও যেন কিছু বলতে চাচ্ছে । ওর নিরব ভাষাকে মনে হল কিছুটা বুঝতে পেরেছিলাম সেই বনসাই এর দুঃখ টা শুধু শেয়ার করলাম সবার সাথে ।

সবার শেষে এইটুকুই বলতে চাই প্রকৃতি যেভাবে সৃষ্টি এবং যে নিজস্ব গতিতে এগিয়ে চলে তাকে সেভাবেই চলতে দেয়া উচিত । সৌন্দর্যের দোহাই দিয়ে প্রকৃতির সৌন্দর্যকে ধ্বংস করা উচিত নয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।