আমাদের কথা খুঁজে নিন

   

বনসাই গাছের আত্নকাহিনী

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

সবাই শুধু আমাকে জিজ্ঞেস করে সারাদিন নেটে কি? আমার আম্মাজানও সারাদিন নেটে পড়ে থাকতে দেখে ক্রোধে ফেটে পড়ে প্রশ্ন করল, কিরে তুই কি পড়াশুনা সব ছেড়ে দিয়েছিস!? আমার ভাইও আমার দিকে কটমট করে তাকায়। ইদানিং তাকে আবার আমার ভয় লাগে। সবাইকে কিভাবে বুঝাবো, মানে কিছুই না! পরীক্ষায় পাস না করলে ঐ কোর্স আবার পড়তে হবে তাই পাস করার জন্যই পড়াশুনা করি। আবার টেনেটুনে পাস মার্কের কাছাকাছি থাকলে পিছলানোর সম্ভাবনা থাকে তাই পাস মার্কের উপরে নিজেকে রাখি। আমি হলাম বনসাই গাছ বাড়ে কিন্তু লিমিটের মধ্যে।

আগামীকাল MIS Lab Test. বাউলা আজকে জিজ্ঞেস করল, cash flow দিয়ে স্যার যেন কি দেখিয়েছিল? তুমি কি cash flow বের করতে পার? আমি বললাম, হ্যা ওটা তো সহজ। income যেটা বাড়ে সেটার উপর tax বের করে after tax income বের করতে হবে। Depreciation বের করতে হবে। তারপর ঐ ২টাকে যোগ করতে হবে। বাউলা বলল, তুমি যদি cash flow এত সহজেই বলতে পারো তাহলে capital budgting class test এ কেন পারোনি? আমি বললাম, জানো না বনসাই গাছে ফল হয়না।

(যদিও sure না)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।