আমাদের কথা খুঁজে নিন

   

নিরপেক্ষ দর্শকরা চুপচাপ বসে থাকুন

/

মৃত গন্ধ খেকো মাছিটা উড়ে বসল নীল মুখটায় ইটের লাল গুড়ো লাগা হাতটা তাকে সরিয়ে দিল না চামড়ার নিচে সংবেদী স্নায়ুতন্ত্রে খানিক আগে ভয়ের ক্রোধের ক্ষোভের অভিশাপের দ্রুত পরিবর্তনগুলো কয়েকবার লাফেও একই রকম থেকে গেল। অমানবিক চিৎকার শুনে অন্য কোথাও বেরুনো মাছিটা এদিকে আসতে আসতে প্রথমে বেগবান কান্নায় তারপর ঊধর্বলোকের রহস্যময় কারো উদ্দিষ্ট বিলাপে অতঃপর যন্ত্রনাদায়ক হাহাকারে উৎপন্ন শ্লেষাক্ত অভিশাপ মুষ্ঠিতে নিয়ে মাটিকে বেধড়ক পেটালো। খাকি পোশাকের লোকটি পরিধির সীমানায় এসে কেন্দ্রাস্থিত জটলার দিকে অস্ত্র তাগিয়ে দিতে দ্রিম দ্রিম শব্দ, চিৎকার, ধুলোবালির কুন্ডুলি মিলিয়ে যাবার পর মাছিটি একটি একপাক্ষিক যুদ্ধের নিরপেক্ষ সাংবাদিক বনে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।