আমাদের কথা খুঁজে নিন

   

ভন্ডামি জানিনা বলেই

হয়তো তথাকথিত সামাজিক জীবদের মত আমি ভন্ডামি জানিনা বলেই- রাস্তায় তরুনী দেখলেই লোভাতুর চোখে তাকিয়ে থেকে নষ্ট করিনা আমার আমার ঘড়ির সময়। চুম্বনে আমার আপত্তি থাকেনা কখনোই যখন খুব সুন্দরী রমনীরা কোন এক মৃত সরোবর থেকে উঠে আসে স্বর্গের উর্বশীর মত বলে ফেলি আমার মনের কথা তথাকথিত সামাজিক মানুষদের মত জিবে জল নিয়ে নেড়ি কুকুরের মত তাকিয়ে থাকিনা ওদের পথের পানে কিনবা জোড় করে প্রেম কিনবা অন্য কোন লালসায় আমি জড়বস্তুকে গ্রহণ ও করিনা যারা করে মুখোশের আড়ালে ওরা ভন্ডের দল। ভন্ডামি জানিনা বলেই রাতের আকাশে চাঁদের পূর্ণকলা দেখে আমি ওকে আমন্ত্রণ জানাই জোছনা দেখার- কোন অগ্নীল অবগাহনে তখন চুমু খেতে চাইতেই আমি চুম্বনে ও আপত্তি করিনা তবু লালসায় আমি ওর শরীর হাতড়ে বেড়াই না লুকিয়ে লুকিয়ে পাশের বাড়ির সেই কামিনীকে আমি ভালবাসায় আহবান করেছিলাম সেদিন সন্ধ্যায় হয়তো ভন্ডামি জানিনা বলেই সামাজিক মানুষদের সামনেই আমি ওকে সঁপেছিলাম একঝাঁক টিউলিপ প্রেম তাই হয়তো বিধবার প্রতি আমার প্রেম তোমাদেরসমাজ কখনোই মেনে নিতে পারবেনা।।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।