আমাদের কথা খুঁজে নিন

   

সিঙ্গাপুরের কথা - ৩ (সেন্তোজা আইল্যান্ড)

আল বিদা

Click This Link ট্যাক্সি করে সেন্তোজা ট্রেন স্টেশনে পৌছে ট্রেনে করে আইল্যান্ডে পৌছলাম। আমরা ৩ ঘন্টা শিপে করে সেইনমার্টিন যাই। আর এখানে ৫ মিনিট ট্রেনে করে চলে গেলাম এক আইল্যান্ডে। প্রথমে এক বীচে গেলাম। আমাদের দেশের অনেক পুকুর পারও এর চেয়ে বড়।

মাটি ঢেলে সাগরের ঠেউ আটকে ফেলা হয়েছে। বালিও আর্টিফিসিয়াল। আর এই বীচেই মানুষের এত ঢল তা দেখে হাসিই পেল। বিশেষ করে নারীমহলের উপচে পড়া আনন্দ দেখে দেহমনে শিহরন জাগল! বীচের বিপরীতে এক ট্রেইল ধরে পাহাড়ে উঠলাম। গিয়ে এক ঘুমন্ত ডাইনোসরের খপ্পরে পড়লাম।

ভয়ে ভয়ে আবার নেমে আসলাম। তারপর গেলাম '' শুনতে। বীচে দাড়িয়ে কিছু ছেলেমেয়ে গান গাইল। আর সাগরে পানিতে লেজারের মাধ্যমে বিভিন্ন ক্রিয়েচার দেখা গেল। এভাবে এক গল্প বলা হল।

বীচে গান গেয়ে রাজকন্যা উদ্ধারের এক গল্প। অদ্ভূত সুন্দর এক ফিউশন। টেকনলজির এক সুন্দর খেলা। কাউকে বলে বোঝান সম্ভব না বলে বলার আর বৃথা চেষ্টা করলাম না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.