আমাদের কথা খুঁজে নিন

   

ট্যালেন্ট হান্ট বাংলাদেশ - ২০৫০

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...

স্টেজে স্পটলাইট........রাগভিত্তিক মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে। একজন মধ্যবয়সী মহিলা হাতে একটি ভিজা ন্যাকড়া সহকারে মন দিয়ে ফ্লোর মুছছেন, একটু পরপর বালতির পানিতে ন্যাকড়া ভিজিয়ে নিতেও ভুলছেন না। পড়নে ছিঁড়া শাড়ি। হঠাৎই মিউজিক থেমে যায়। তুমুল করতালি।

স্টেজের সব আলো জ্বলে ওঠে। মধ্যবয়সী সেই মহিলা উঠে দাড়ান। উপস্থাপিকা এগিয়ে আসতে থাকেন মঞ্চের দিকে। উপস্থাপিকা: অসাধারণ! অসাধারণ! রহিমার মা। সিম্পলি ব্রিলিয়ান্ট।

আপনার ঘরমোছা দেখে শুধু আমারই নয় আশা করি বাড়ির দর্শকদেরও ঘাম ঝড়ে গিয়েছে। দেখা যাক আমাদের মাননীয় বিচfরকদের আপনার ঘরমোছা কেমন লেগেছে। প্রথমেই শুরু করছি বিশিষ্ট কাজের লোক আব্দুলকে দিয়ে। আব্দুল: কি আর বলবো রহিমার মা। তোমার ঘরমোছা দেখে আমার মনে হচ্ছিলো আমি মঞ্চে নয়, আমি গুলশানের কোন বাড়ির ড্রইংরুমে বসে আছি।

শুধু এটুকুই বলবো তোমার ঘরমোছা শুধু আমার হৃদয় নয় সর্বাঙ্গ ছুঁয়ে গিয়েছে। আমি দর্শকদের বলবো রহিমার মা মন থেকে ঘর মোছে, আপনারে ওনাকে অবশ্যই SMS করবেন। উপস্থাপিকা: যাচ্ছি শ্রদ্ধেয় হালিমার মা'র কাছে। হালিমার মা: অসাধারণ রহিমার মা। আমার সবচেয়ে ভালো লেগেছে তোমার ন্যাকড়া থেকে বাড়তি পানি ঝাড়ার ভঙ্গিটা।

সম্পূর্ণ ইউনিক। টেন-অন-টেন। উপস্থাপিকা: এবং সবশেষে আসছি আমাদের সবার প্রিয় কুদ্দুসের আব্বার কাছে। কুদ্দু্সের আব্বা: (দাঁড়িয়ে) রহিমার মা আমি কিছু বলবো না। এদিকে এসো।

(রহিমার মা কাছে গেলে জড়িয়ে ধরবে) তোমার ভবিষ্যত উজ্জ্বল। তোমাকেই খুঁজছে বাংলাদেশ রহিমার মা: আমার ঘরমোছা যদি আপনাদের ভালো লাগে তবে SMS করুন R-A-H-I-M-A এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.