আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি ওদের সাথে ছিল...............প্রতিবাদী ক্ষণে

সততায় মৃত্যুও ভালো..........

নির্বাক প্রতিবাদ। নিথর দাঁড়িয়ে দেখল একটি শুণ্য বেদী। জাতির লালন করা বাউল সম্রাট হীন শুন্য বেদী। ভাস্কর্যহীন সংস্কৃতি বর্জিত- স্থুল মন বৈকল্যে ভেসে যাওয়া মানসিকতার দাবী- টাইলস বেষ্টিত মাটির স্তুপ সাক্ষ্য বহন করছে। প্রতিবাদী মানুষগুলো সেই জায়গায় দাঁড়িয়ে জানাল নিবড় প্রতিবাদ।

তাঁকিয়ে থাকল নিথর আর নির্বিকার ভাবে সংস্কৃতি বিবর্জিত স্থানের দিকে। হায়! এই বেঁচে থাকা। ধিক শত ধিক যারা মন ও মানসিকতায় মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে, হয়ে উঠেছে শত ভাগ.............হীনমন্য এক জাতি সত্তা। কিন্তু জাতীয় জাতি সত্তা নয়-নয় বাঙ্গালী ও বাংলাদেশীতে ততটা। প্রতিবাদি সময়ের সাক্ষী দেবে বৃষ্টি আর কাকভেজা সেই সমষ্টির একাংশ-সামিল হই স্ব অধীনতায় নিজেকে ন্যাস্ত করতে।

উন্মুক্ত সচেতনায় নিজেকে প্রকাশ করি চিৎকার করে লালন আমার সত্তা, কবিগুরু আর নজরুল আমার চেতনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.