আমাদের কথা খুঁজে নিন

   

সকলেই কবি নয় কেউ কেউ কবি ৫ : কবি ভাস্কর চক্রবর্তীর তিনটি কবিতা

এখানে মেঘ গাভীর মতো চরে

যৎসামান্য পূর্বকথা : নিজের সঙ্গে নিজেই আড্ডা দিতে কবিতার জুড়ি নেই। সবার নয়; কারও-কারও কবিতার সঙ্গে। জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কথাটির মতো-- 'সকলেই কবি নয় কেউ কেউ কবি'। মূলত নিজের জন্য এই সিরিজ পোস্ট। প্রিয় কবির প্রিয় কবিতা সংরক্ষণ করা।

ধরা-বাঁধা নিয়মে নয়; যখন যাঁকে মনে পড়ে। এই পর্বে কবি ভাস্কর চক্রবর্তীর তিনটি কবিতা-- 'স্মৃতি', 'জীবনসংক্রান্ত' ও 'স্থিরচিত্র'। প্রথমটি কবির 'আকাশ অংশত মেঘলা থাকবে' কাব্যগ্রন্থে আছে। দ্বিতীয় ও তৃতীয়টি যথাক্রমে 'রাস্তায় আবার'ও 'স্বপ্ন দেখার মহড়া' কাব্যগ্রন্থ দুটি থেকে নেওয়া। স্মৃতি পঁচিশ বছর আগেকার মুখ যেন জাপানী অক্ষর বাজুবন্ধ মৃদু বেজে ওঠে গান গান গান শুধু গান ছোট এক ঘরে শুয়ে আজ মনে পড়ে প্রেমিক ছিলাম জীবন-সংক্রান্ত কোথাও সানাই বেজে চলেছে এখন মানুষেরা বাড়ি ফিরছে সুখ-শান্তি চেয়ে।

আমি শুধু ঘুরি আর ঘুরে মরি। চেয়ে দেখি আমার জীবনে শুধু রাস্তা পড়ে আছে- ধূ ধূ রাস্তা পড়ে আছে শুধু। স্থিরচিত্র গাছ আর গাছের ছায়ার নিচে দড়ির খাটিয়া আমাদের তৃতীয় পৃথিবী

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.