আমাদের কথা খুঁজে নিন

   

একদল ব্যতিত সকলেই জাহান্নামী !!!

দুর্বার প্রতিক

আপনি মুসলিম ? :- জন্মের পর পরই আপনাকে ইসলামের সাথে confusion করে পরিচয় করিয়ে দেওয়া হয়।

ইসলামিক চিন্তা রাখে ও মাদ্রাসায় পড়া 'আল্লাহ-বিল্লাহ করা' এমন অনেক মানুষকেও বলতে শুনলাম "নবীজির (সা) সময় আর এখনকার সময় এক নয় ??" .. অথচ, বড় ইমারত/ স্থাপত্যে পটু ছামূদ জাতি , সুদ-ঘুষ-অবাধে যৌনাচারের লিপ্ত আদ জাতি, সমকামিতায় জড়িয়ে পরা "লুতের (আ) জাতি" সহ (এদের সবাইকে ধ্বংশ করে দেওয়া হয়েছে !!) নানা দৃষ্টান্ত আল্লাহ কোরানে তুলে ধরেছেন "অতীত, বর্তমান ও আগত সময়" কে বোঝানোর জন্যই | আপনি কি বলবেন যে, "সমাজে এগলো হচ্ছে না ?? " !!

আরেকটু বড় হবেন :- আপনাকে পরিচয় করিয়ে দেওয়া হবে "শিয়া ও সুন্নিদের" সাথে , এর মাঝে আপনাকে খুঁজে নিতে হবে পিতার সমর্থককে কিংবা উত্তম মাধ্যমকে । আরেকটু বড় হলে আপনাকে সন্দেহে ফেলানো হবে "পীর - আওলিয়া" কনসেপ্টে, এটিকে বাচ-বিচার করে চলতে চলতে আপনি পরে যাবেন "লেংটা/চুরুক/সিগরেট বাবাদের কবলে কিংবা দেওয়ান/কুতুব বাগ/বাগিদের কবলে", পাতলা গলি দিয়ে বেরিয়ে গেলেও রক্ষে নেই রে ভাই :- নবিজি (সা) রাজনীতি /পরনীতি/শাসনভার/সমাজনীতি সহ ইসলামের আদলে ১০০% জীবনব্যবস্থা দেখিয়ে দিলেও "ইসলাম নিয়ে রাজনীতির আদলে ধর্ম ব্যবসা বন্ধ কর, করতে হবে " বলে আপনাকে ঘরের মধ্যে মুখ বুজিয়ে বসিয়ে দিবে একদল লোক ও শয়তান !!

প্রিয় মানুষটির (সা) এর দোআর বরকতে আল্লাহর গজবে বর্তমান সময়ের আর কোনো জাতিকে ধ্বংশ করে না দেওয়া হলেও অধপতনে অধপতিতে জাতিকে শায়েস্তা করতে নিজেদের "জাত কর্তৃক" মানুষ দ্বারা গজবে পতিত করিয়ে দুনিয়াবী আজব দেওয়া আজাব হয় ।

নবিজি (সা) বর্তমান সময়ের এই দিনকেই ইঙ্গিত করে ১৪ শত বছর আগে বলে গিয়েছেন যা আজ সত্য ও বাস্তবে রূপ নিলো :-

"আমার উম্মতের এক এমন সময় আসবে যে, তারা পদে পদে বনী ইসরাইলীদের (ইহুদী,খৃষ্টান) অনুসরণ করবে, এমনকি তাদের কেউ যদি তার মায়ের সাথে যিনা করে তবে আমার উম্মতের মধ্যে তা অনুসৃত হবে। বনী ইসরাইলীরা ৭২ দলে বিভক্ত হয়েছে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। একদল ব্যতিত সকলেই জাহান্নামী । সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লার রাসূল, সেই দলটা কোনটা? রাসূল স: বললেন আমি ও আমার সাহাবীরা যার (নীতি, বিশ্বাস,আদর্শের) উপর আছি। হাদীসটি ইমাম তীরমিজি তার কিতাবে বর্ণনা করেছেন । কেউ কেউ এমনভাবে বর্ণনা করেছেন যে, আজ আমি ও আমার সাহাবীরা যে অবস্থায় আছি সে অবস্থা অনুসরণকারী দল / দলটি হল যারা আল্লাহর কালাম ও রাসূলের জীবনাদর্শ দাত কামড়ে অনুসরন করে চলবে।" (তিরমিযী হা/২৬৪১, ইবনু মাজাহ হা/৩৯৯২; আবুদাঊদ হা/৪৫৯৬-৯৭; আহমাদ হা/১৬৯৭৯; মিশকাত হা/১৭১-১৭২; ছহীহাহ হা/১৩৪৮)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.